সকলকে ঝিনাইদহ ইনফো সাইটে স্বাগতম জানাচ্ছি। এই সাইটে আমরা ঝিনাইদহের ইতিহাস,ঐতিহ্য আপলোড করবো। ঝিনাইদহ জেলার ইতিহাস,ঐতিহ্য,ভ্রমন কাহিনী আপনিও দিতে পারেন। আমরা আপনার নামসহ এই সাইটে প্রকাশ করবো। আপনার লেখা আমরা প্রত্যাশা করছি। ইমেইল করুন: jhenaidahinfo@gmail.com
Showing posts with label আজকের ঝিনাইদহ. Show all posts
Showing posts with label আজকের ঝিনাইদহ. Show all posts

Saturday, August 23, 2025

কালীগঞ্জে শিক্ষার্থী শামিমা মৃত্যুর ঘটনা তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ জেলার কালীগঞ্জে  শিক্ষার্থী নাসরিন নাহার শামীমার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা  সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচী পালন করে সাধারন জনগন ও শিক্ষার্থী ও শামিমার সহপাঠিরা। মানববন্ধন থেকে তারা অভিযোগ তোলেন নাসরিন নাহার শামিমা আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিত ভাবে হত্যার করে আত্মহত্যা বলে চালানো হচ্ছে। মানববন্ধনে বক্তব্য রাখেন সহপাঠি, মিতুল, আপন, লিখন বক্তব্য রাখেন।

Thursday, August 21, 2025

কালীগঞ্জে নার্সিং শিক্ষার্থীর আত্মহত্যা, চিরকুটে লিখে গেলেন “ আমার আর অধিকার নেই এই পৃথিবীতে বেঁচে থাকার। ”

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়ার ওয়াফদা এলাকায় চিরকুট লিখে আত্মহত্যা করেছেন নার্সিং শিক্ষার্থী শামীমা নাসরিন (২২)। বুধবার সন্ধ্যায় শামীমা ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রাতে পুলিশ মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করলেও মৃত্যুর সঠিক কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল।


Tuesday, August 19, 2025

কালীগঞ্জে নির্মাণাধীন ৬ লেন রাস্তার দু’পাশের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

ঝিনাইদহের কালীগঞ্জ থানার নির্মাণাধীন ৬ লেন রাস্তার দু’পাশের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা ক্ষতিপূরনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার বেলা ১১ টায় শহরের মেইন বাসসট্যান্ডের কালীগঞ্জ উপজেলা ক্লিনিক ও ডায়াগনষ্টিক মালিক সমিতির ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। 

Monday, July 21, 2025

ঝিনাইদহের ৬ থানায় অনলাইন জিডি কার্যক্রমের উদ্বোধন


তথ্য প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ পুলিশের সেবা জনগণের দোড়গোড়ায় পৌছে দিতে ঝিনাইদহের ৬ টি থানায় অনলাইন জিডি কার্যক্রমের উব্দোধন করা হয়েছে। সোমবার রাত ১২ টা ১ মিনিটে সদর থানায় এ কার্যক্রমের উব্দোধন করেন পুলিশ সুপার মনজুর মোর্শেদ। 

Thursday, July 17, 2025

চল্লিশ বছর বয়সী নানীকে নিয়ে পালালো ষোল বছরের নাতি

 

 বাইশ বছরের সংসার ফেলে ষোল বছরের কিশোরকে নিয়ে পালালেন  তিন সন্তানের জননী

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামে ষোল বছরের এক কিশোরকে নিয়ে পালিয়েছেন তিন সন্তানের জননী  ৪০ বছর বয়সী এক গৃহবধূ। ওই   গৃহবধু বাবরা গ্রামের বাসিন্দা মান্নান মিস্ত্রীর স্ত্রী তাসলিমা বেগম। আর কিশোর একই গ্রামের টোটল মিয়ার ছেলে মেহেদী হাসান।

Sunday, July 13, 2025

এক নজরে ঝিনাইদহ জেলা

 ‘‘বারো আউলিয়ার আর্শীবাদপুষ্ট; গাজী-কালূ-চম্পাবতীর উপাখ্যানধন্য; কে.পি. বসু, গোলাম মোস্তফার স্মৃতি বিজড়িত; বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, বিপ্লবী বীর বাঘা যতীনের শৌর্যময়; খেজুর গুড়, কলা-পানের প্রাচুর্যমন্ডিত; পাগলাকানাই, লালন শাহের জম্মস্থান, কপোতাক্ষ, বেগবতী, চিত্রা, নবগঙ্গাঁর ঝিনুকদহ এক কথায় নাম তার ঝিনাইদহ।’’
বাংলাদেশের অন্যতম জনবহুল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার জেলা সমূহের অন্যতম এই ঝিনাইদহ। ঝিনাইদহ এক সমৃদ্ধ জনপদ। মরমী কবি লালন শাহ্, পাগলা কানাই, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, বীরপ্রতীক সিরাজুল ইসলাম, বিপ্লবী বীর বাঘা যতীন, গণিত শাস্ত্রবিদ কে.পি.বসু, কবি গোলাম মোস্তফা, বারো আউলিয়ার আর্শীবাদপুষ্ট বারোবাজার, গাজী-কালূ-চম্পাবতির উপাখ্যান, কুমার-কপোতাক্ষ, চিত্রা, বেগবতী, নবগঙ্গাঁ নদী আর খেজুর গুড়, কলা-পানের প্রাচুর্যমন্ডিত এই ঝিনাইদহের রয়েছে সুপ্রাচীন ঐতিহ্য।



Tuesday, July 8, 2025

তরুণীর প্রেমে সংসার ছাড়লেন গৃহবধূ, পরিণতি থানায়!


চার সন্তানের জননী ও এক তরুণীর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সূত্র ধরে গড়ে ওঠা প্রেমের পরিণতি ঘটল থানায়। ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

Monday, June 30, 2025

ঝিনাইদহে কিশোরী ধর্ষনের অভিযোগ, হাসপাতালে ভর্তি, থানায় মামলা

ঝিনাইদহ সদরের উত্তর সমশপুর গ্রামে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে রাত সাড়ে ৯ টার দিকে ওই কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।


এদিকে ঘটনার পর প্রতিবেশী অভিযুক্ত ধর্ষক তানভীর হোসেন ওরফে সোহেল মন্ডল (৩১) কে ওই গ্রামের একটি দোকান থেকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় রাত ১ টার দিকে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সদর থানায় সোহেল মন্ডল কে আসামী করে ধর্ষন মামলা দায়ের করেছেন।

কী ঘটেছিল কুমিল্লার মুরাদনগরে?

 কি ঘটেছিল কুমিল্লার মুরাদনগরে? এ  বিষয়ে জাতীয় দৈনিক মানবজমিন একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশ করেছে। যার পুরো হু বহু প্রকাশ করা হলো। 


কুমিল্লার মুরাদনগরের পাঁচকিত্তা গ্রাম। ১৮শমানুষের এই গ্রামটিতে ঘটে যাওয়া ঘটনা নিয়ে আলোচনা সারা দেশে। ২৬শে জুনের ধর্ষণের ঘটনাটি প্রকাশ পায় শনিবার রাতে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয় দেশ জুড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ-প্রতিবাদের ঝড় ওঠে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী। কেন কীভাবে এই ঘটনাটি ঘটেছে তার সরজমিন অনুসন্ধান চালিয়েছে মানবজমিন। ঘটনাটি ঘিরে পাওয়া গেছে নানা রহস্য ঘেরা তথ্য। ধর্ষণের অভিযুক্ত ফজর আলী ভুক্তভোগী পরিবারের পূর্বপরিচিত। তাদের মধ্যে আর্থিক লেনদেন আছে বলে এলাকার লোকজন জানেন। ফজরের ভাই শাহ পরানের সঙ্গে আগে পরিবারটির যোগাযোগ ছিল। তার সঙ্গেও আর্থিক লেনদেন ছিল। শাহ পরানের সূত্র ধরেই ফজর আলী ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করে। ঘটনার দিন ফজর আলীকে ধরে মারধর ওই নারীর বিবস্ত্র অবস্থায় ভিডিও করে ছড়িয়ে দেয়ার পেছনেও ফজর আলীর ভাই শাহ পরানের হাত রয়েছে বলে এলাকার লোকজন জানিয়েছেন। ভুক্তভোগী নারীর সঙ্গে ফজর আলীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে এমন আলোচনাও আছে এলাকায়। তবে ভুক্তভোগী পরিবার এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে আর্থিক লেনদেনের কারণেই ফজর আলীর সঙ্গে তাদের যোগাযোগ ছিল। এর বাইরে অন্য কোনো সম্পর্ক নেই।