সকলকে ঝিনাইদহ ইনফো সাইটে স্বাগতম জানাচ্ছি। এই সাইটে আমরা ঝিনাইদহের ইতিহাস,ঐতিহ্য আপলোড করবো। ঝিনাইদহ জেলার ইতিহাস,ঐতিহ্য,ভ্রমন কাহিনী আপনিও দিতে পারেন। আমরা আপনার নামসহ এই সাইটে প্রকাশ করবো। আপনার লেখা আমরা প্রত্যাশা করছি। ইমেইল করুন: jhenaidahinfo@gmail.com

Monday, July 21, 2025

ঝিনাইদহের ৬ থানায় অনলাইন জিডি কার্যক্রমের উদ্বোধন


তথ্য প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ পুলিশের সেবা জনগণের দোড়গোড়ায় পৌছে দিতে ঝিনাইদহের ৬ টি থানায় অনলাইন জিডি কার্যক্রমের উব্দোধন করা হয়েছে। সোমবার রাত ১২ টা ১ মিনিটে সদর থানায় এ কার্যক্রমের উব্দোধন করেন পুলিশ সুপার মনজুর মোর্শেদ। 


এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.মাহফুজ হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, ওসি শামসুজ্জোহা, ওসি জহুরুল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার জানান, অনলাইনের মাধ্যমে এত দিন শুধুমাত্র হারানো ও প্রাপ্তি বিষয়ক জিডি করা গেলেও এখন থেকে সবধরনের জিডি বাড়িতে বসেই করতে পারবে।
অনলাইন জিডি চালুর ফলে থানায় না গিয়েই ঘরে বসে সহজে জিডি করা যাবে। এতে সময়, খরচ ও ভোগান্তি কমবে এবং দ্রুত পুলিশি সেবা পাওয়া সম্ভব হবে বলে পুলিশ সুপার যোগ করেন। 

No comments:

Post a Comment