কালীগঞ্জ উপজেলা (ঝিনাইদহ জেলা) আয়তন: ৩১০.১৯ বর্গ কিমি। অবস্থান: ২৩°১৬´ থেকে ২৩°২৮´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°০২´ থেকে ৮৯°১৬´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে ঝিনাইদহ সদর উপজেলা, দক্ষিণে যশোর সদর ও চৌগাছা উপজেলা, পূর্বে শালিখা ওবাঘারপাড়া উপজেলা, পশ্চিমে কোটচাঁদপুর ও চৌগাছা উপজেলা অবস্থিত।জনসংখ্যা ২৮২৩৬৬; পুরুষ ১৪১২৮৭, মহিলা ১৪১০৭৯। মুসলিম ২৩৬৪৫৩, হিন্দু ৪৫১৭৯, খ্রিস্টান ৬৫৮ এবং অন্যান্য ৭৬।জলাশয় প্রধান নদী: চিত্রা,ভৈরব ও বেগবতী। মর্জাদ, মাজদিয়া ও সিমলা বাওড় এবং সাকোট বিল, উত্তর বিল, দিঘার বিল, অরুয়া সালভা বিল এবং তেঁতুল বিল উল্লেখযোগ্য।প্রশাসন কালীগঞ্জ থানা গঠিত হয় ১৮৬৩ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে।

প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ এ উপজেলার বারোবাজারে সুলতানী আমলের অনেক পুরাকৃর্তি আবিষ্কৃত হয়েছে। যেমন- গোড়ার মসজিদ, জোড় বাংলা মসজিদ, জোড়বাংলা দিঘি, গলাকাটা মসজিদ, মনোহর মসজিদ, নুনগোলা মসজিদ, পীর পুকুর মসজিদ, চেরাগদানী মসজিদ, ৩৬ গম্বুজ বিশিষ্ট সাতগাছিয়া মসজিদ, শুকুর মল্লিক মসজিদ, বাদেডিহি মসজিদ এবং ঘোপের ঢিবি ও গাজীর ঢিবি উল্লেখযোগ্য। প্রাচীন পুকুর ও দিঘিসমূহ: পীর পুকুর, হাঁস পুকুর, সাত পুকুর, মীরের পুকুর, ঘোড়ামারী পুকুর, চেরাগদানী পুকুর, রাজমাতার দিঘি, সওদাগর দিঘি, গলাকাটা দিঘি, কানাই দিঘি, পাঁচ পীরের দিঘি, বিশ্বাসের দিঘি, বেড় দিঘি, জল ঢালা দিঘি এবং শ্রীরাম রাজার দিঘি প্রভৃতি। এছাড়াও শ্রীকৃষ্ণ বলরাম দেব বিগ্রহ মন্দির (বলরামপুর), শ্রীরাম রাজার দিঘির দক্ষিণ পাড়ে গাজী-কালু-চম্পাবতীর কবর উল্লেখযোগ্য।