সকলকে ঝিনাইদহ ইনফো সাইটে স্বাগতম জানাচ্ছি। এই সাইটে আমরা ঝিনাইদহের ইতিহাস,ঐতিহ্য আপলোড করবো। ঝিনাইদহ জেলার ইতিহাস,ঐতিহ্য,ভ্রমন কাহিনী আপনিও দিতে পারেন। আমরা আপনার নামসহ এই সাইটে প্রকাশ করবো। আপনার লেখা আমরা প্রত্যাশা করছি। ইমেইল করুন: jhenaidahinfo@gmail.com
Showing posts with label কালীগঞ্জ. Show all posts
Showing posts with label কালীগঞ্জ. Show all posts

Monday, August 25, 2025

সিংদহ আউলিয়া জামে মসজিদ

খান জাহানের স্মৃতি-বিজড়িত পূর্বদিকে একটি বারান্দা সংযুক্ত এ মসজিদটি যশোর-ঝিনেদা মহাসড়কের নিমতলা বাস স্টপের তিন কিলোমিটার পশ্চিমে ঝিনেদা জেলার কালীগঞ্জ উপজেলার সিংদহ গ্রামের সিংদহ মৌজার সি.এস. ১০০৪ নং দাগে অবস্থিত। 

এ মসজিদটি আদিতে এক গুম্বুজ-বিশিষ্ট ছিল। মসজিদটির দক্ষিণে চিত্রা নদী এবং উত্তরে একটি বাঁশঝাড় দেখা যায়। মসজিদটির স্থানীয় নাম ‘খানা-এ-খোদা’ মসজিদ। পূর্বে এখানে একটি ঢিবি ছিল এবং তার নিচে একটি মসজিদ ছিল বলে জনসাধারণের ধারণা ছিল এবং টিনের চালা দিয়ে ঘর তৈরি করে ১৯৯০ সাল থেকে স্থানীয় লোকজন এখানে নামাজ পড়ত। স্থানীয় জনসাধারণ খনন করে মসজিদটি উন্মোচিত করে। জনৈক মনসুর আলী .৩৭ জমিসহ মসজিদটি একটি কমিটিকে দান করেন। মসজিদটি পঞ্চদশ শতাব্দীর শেষার্ধে নির্মিত বলে অনুমান করা যায়।

Saturday, August 23, 2025

কালীগঞ্জে শিক্ষার্থী শামিমা মৃত্যুর ঘটনা তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ জেলার কালীগঞ্জে  শিক্ষার্থী নাসরিন নাহার শামীমার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা  সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচী পালন করে সাধারন জনগন ও শিক্ষার্থী ও শামিমার সহপাঠিরা। মানববন্ধন থেকে তারা অভিযোগ তোলেন নাসরিন নাহার শামিমা আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিত ভাবে হত্যার করে আত্মহত্যা বলে চালানো হচ্ছে। মানববন্ধনে বক্তব্য রাখেন সহপাঠি, মিতুল, আপন, লিখন বক্তব্য রাখেন।

Thursday, August 21, 2025

কালীগঞ্জে নার্সিং শিক্ষার্থীর আত্মহত্যা, চিরকুটে লিখে গেলেন “ আমার আর অধিকার নেই এই পৃথিবীতে বেঁচে থাকার। ”

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়ার ওয়াফদা এলাকায় চিরকুট লিখে আত্মহত্যা করেছেন নার্সিং শিক্ষার্থী শামীমা নাসরিন (২২)। বুধবার সন্ধ্যায় শামীমা ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রাতে পুলিশ মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করলেও মৃত্যুর সঠিক কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল।


Tuesday, August 19, 2025

কালীগঞ্জে নির্মাণাধীন ৬ লেন রাস্তার দু’পাশের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

ঝিনাইদহের কালীগঞ্জ থানার নির্মাণাধীন ৬ লেন রাস্তার দু’পাশের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা ক্ষতিপূরনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার বেলা ১১ টায় শহরের মেইন বাসসট্যান্ডের কালীগঞ্জ উপজেলা ক্লিনিক ও ডায়াগনষ্টিক মালিক সমিতির ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। 

Thursday, July 17, 2025

চল্লিশ বছর বয়সী নানীকে নিয়ে পালালো ষোল বছরের নাতি

 

 বাইশ বছরের সংসার ফেলে ষোল বছরের কিশোরকে নিয়ে পালালেন  তিন সন্তানের জননী

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামে ষোল বছরের এক কিশোরকে নিয়ে পালিয়েছেন তিন সন্তানের জননী  ৪০ বছর বয়সী এক গৃহবধূ। ওই   গৃহবধু বাবরা গ্রামের বাসিন্দা মান্নান মিস্ত্রীর স্ত্রী তাসলিমা বেগম। আর কিশোর একই গ্রামের টোটল মিয়ার ছেলে মেহেদী হাসান।

Tuesday, April 22, 2025

ভারতের অসহযোগিতায় সাবেক এমপি আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার তদন্ত থমকে আছে


ভারতের অসহযোগিতার কারণে কলকাতায় খুন হওয়া আওয়ামী লীগের সাবেক এমপি আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার তদন্ত থমকে আছে। এমন একটি খবর প্রকাশ করেছে জাতীয় দৈনিক আমার দেশ। জুলাই-আগস্ট বিপ্লবের পর কলকাতার সিআইডি ঢাকার ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। ডিবি পুলিশের পক্ষ থেকে বার বার যোগাযোগ করা হলেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি। মামলার অগ্রগতির বিষয়ে কিছু জানায়নি কলকাতার সিআইডি। অথচ পাচ আগস্টের আগে মামলায় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের কারণে ওই খুনের মাস্টার মাইন্ডদের নাম বের হতে শুরু করেছিল। আনার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সেক্রেটারি সাইদুল করিম মিন্টুসহ আরো একাধিক রাঘববোয়ালকে গ্রেপ্তার করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডের আদ্যপান্ত বের হয়ে আসে।

 

Monday, April 21, 2025

ঝিনাইদহ 4 আসনের সাবেক এমপি আনার হত্যার প্রতিবেদন আবারও পেছাল


ঝিনাইদহ- আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে ভারতের পশ্চিমবঙ্গে হত্যার উদ্দেশ্যে গুম করার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৭ মে ধার্য করেছেন আদালত।

সোমবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে তদন্তকারী কর্মকর্তা এদিন প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. আজহারুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ধার্য করেন।

কালীগঞ্জের দর্শনীয় স্থান সম্পর্কে জেনে নিন

 কালীগঞ্জের দর্শনীয় স্থান সম্পর্কে জেনে নিন



Monday, November 11, 2024

এক নজরে কালীগঞ্জ উপজেলার ৭নং রায়গ্রাম ইউনিয়ন পরিষদ

কালের স্বাক্ষী বহনকারী চিত্রা নদীর তীরে গড়ে  উঠা কালীগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ৭নং রায়গ্রাম ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ ৭নং রায়গ্রাম ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।



) নাম ৭নং রায়গ্রাম ইউনিয়ন পরিষদ।

) আয়তন ১৪.৭০ (বর্গ কিঃ মিঃ)

) লোকসংখ্যা ২০৮৭৩ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

) গ্রামের সংখ্যা ২২ টি।

) মৌজার সংখ্যা টি।

Tuesday, October 24, 2023

এক নজরে কালীগঞ্জ উপজেলা

 কালীগঞ্জ উপজেলা (ঝিনাইদহ জেলা)  আয়তন: ৩১০.১৯ বর্গ কিমি। অবস্থান: ২৩°১৬´ থেকে ২৩°২৮´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°০২´ থেকে ৮৯°১৬´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে ঝিনাইদহ সদর উপজেলা, দক্ষিণে যশোর সদর ও চৌগাছা উপজেলা, পূর্বে শালিখা বাঘারপাড়া উপজেলা, পশ্চিমে কোটচাঁদপুর ও চৌগাছা উপজেলা অবস্থিত।জনসংখ্যা ২৮২৩৬৬; পুরুষ ১৪১২৮৭, মহিলা ১৪১০৭৯। মুসলিম ২৩৬৪৫৩, হিন্দু ৪৫১৭৯, খ্রিস্টান ৬৫৮ এবং অন্যান্য ৭৬।জলাশয় প্রধান নদী: চিত্রা,ভৈরব ও বেগবতী। মর্জাদ, মাজদিয়া ও সিমলা বাওড় এবং সাকোট বিল, উত্তর বিল, দিঘার বিল, অরুয়া সালভা বিল এবং তেঁতুল বিল উল্লেখযোগ্য।প্রশাসন কালীগঞ্জ থানা গঠিত হয় ১৮৬৩ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে।

এক নজরে কালীগঞ্জ উপজেলা


প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ এ উপজেলার বারোবাজারে সুলতানী আমলের অনেক পুরাকৃর্তি আবিষ্কৃত হয়েছে। যেমন- গোড়ার মসজিদ, জোড় বাংলা মসজিদ, জোড়বাংলা দিঘি, গলাকাটা মসজিদ, মনোহর মসজিদ, নুনগোলা মসজিদ, পীর পুকুর মসজিদ, চেরাগদানী মসজিদ, ৩৬ গম্বুজ বিশিষ্ট সাতগাছিয়া মসজিদ, শুকুর মল্লিক মসজিদ, বাদেডিহি মসজিদ এবং ঘোপের ঢিবি ও গাজীর ঢিবি উল্লেখযোগ্য। প্রাচীন পুকুর ও দিঘিসমূহ: পীর পুকুর, হাঁস পুকুর, সাত পুকুর, মীরের পুকুর, ঘোড়ামারী পুকুর, চেরাগদানী পুকুর, রাজমাতার দিঘি, সওদাগর দিঘি, গলাকাটা দিঘি, কানাই দিঘি, পাঁচ পীরের দিঘি, বিশ্বাসের দিঘি, বেড় দিঘি, জল ঢালা দিঘি এবং শ্রীরাম রাজার দিঘি প্রভৃতি। এছাড়াও শ্রীকৃষ্ণ বলরাম দেব বিগ্রহ মন্দির (বলরামপুর), শ্রীরাম রাজার দিঘির দক্ষিণ পাড়ে গাজী-কালু-চম্পাবতীর কবর উল্লেখযোগ্য।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার

 কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার

ইসরাত জাহান

উপজেলা নির্বাহী অফিসার


মোবাইল নং : ০১৩২৪১৬৪৮১৪

ফোন (অফিস) : অফিসঃ ০২৪৭৭৭৪৮৪৬০

ই-মেইল : unokaliganjjhenaidah@mopa.gov.bd

ব্যাচ (বিসিএস) : ৩৪

বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ : ২০ ডিসেম্বর ২০২২