ঝিনাইদহের চারটি সংসদীয় আসন থেকে মোট ২২ টি মনোনয়ন ফরম কিনেছেন প্রার্থীরা। এমনটিই নিশ্চিত করেছেন ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন।
জেলা নির্বাচন অফিসারের দেওয়া তথ্য মতে, ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন কিনেছেন দলটির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। একই আসন থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে অ্যাটর্নি জেনালের মো: আসাদুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন কিনেছেন আবু সালেহ মো: মতিউর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন কিনেছেন লাবাবুল বাসার এবং খেলাফত মজলিস থেকে মনোনয়ন কিনেছেন মো: আসাদুজ্জামান।
ঝিনাইদহ -২ ( সদর-হরিণাকুন্ডু) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন মো আব্দুল মজিদ। তাছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন কিনেছেন সাবেক সফল এমপি প্রয়াত মসিউর রহমানের ছেলে মো: ইব্রাহিম রহমান রুমি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল -বাসদের মো: আসসাদুল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন ফরম কিনেছেন আলী আজম মো: আবু বকর।
ঝিনাইদহ- ৩ (কোটচাঁদপুর-মহেশপুর) থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো: মেহেদী হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রফেসর মো: মতিয়ার রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাও: সরোয়ার হোসেন।
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ- সদরের আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন সংগ্রহ করেছেন মো: সাইফুল ইসলাম ফিরোজ, প্রয়াত সাংসদ শহিদুজ্জামান বেল্টুর স্ত্রী মুর্শিদা খাতুন, বিএনপি নেতা মো: হামিদুল ইসলাম, গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো: রাশেদ খাঁন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর থেকে মো: আবু তালেব, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আব্দুল জলিল, গনফোরামের ফনিয়া খানম, স্বতন্ত্র প্রার্থী শাকিব মাহামুদ শিমুল এবং মো: ওবাইদুল হক রাসেল। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। সেই হিসেবে প্রার্থীরা এখনো ৬ দিন সময় পাচ্ছেন।

No comments:
Post a Comment