হোটেল ও আবাসনের তালিকা
ঝিনাইদহ জেলায় বেশ কয়েকটি আবাসিক হোটেল ও আবাসন রয়েছে। যেখানে স্বল্প মুল্যে থাকা যায়। এখানে রয়েছে নন এনসি, সিঙ্গেল রুম, এসি রুম। প্রয়োজনে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন।
১. সুনিকেতন অতিথিশালা ও ট্রেনিং কমপ্লেক্স, (হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড) বলিদাপাড়া,কালীগঞ্জ,ঝিনাইদহ।
(কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ড থেকে 2০টাকা ভাড়া রিকসা কিংবা ইজিবাইজ। এসি, ডাবল, সিঙ্গেল রুম, কনফারেন্স রুম, ডাইনিং স্পেসসহ সকল সুবিধা রয়েছে এই ডরমেটরীতে।) যোগাযোগ: 01822-241188
ক্রমিক | নাম | পরিচালনাকারী/মালিকের নাম | হোটেল/মোটেল/রেস্তোরাঁ/রেস্ট হাউজ/গেস্ট হাউজ/ডাকবাংলো ইত্যাদির ঠিকানা | মোবাইল নং | |
হোটেল ও আবাসনের ধরণঃ বেসরকারী | |||||
১ | হোটেল জামান, | ঝিনাইদহ সদর(পোষ্ট অফিসের মোড়) মোবাঃ ০১৭১১-১৫২৯৫৪ | ০১৭১১-১৫২৯৫৪ | ||
২ | ক্ষনিকা রেস্ট হাউস | এইচ,এস,এস রোড ঝিনাইদহ | |||
৩ | সৃজনী রেস্ট হাউস | সৃজনী, এনজিও, ঝিনাইদহ | সৃজনী রেস্ট হাউস ঝিনাইদহ। | ০৪৫১-৬২৪৯৭ | |
হোটেল ও আবাসনের ধরণঃ সরকারী | |||||
১ | ঝিনাইদহ সার্কিট হাউস | জেলা প্রশাসন, ঝিনাইদহ। | ঝিনাইদহ শহরের পশ্চিমে ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের ১১৮ নং মহিষাকুন্ডু মৌজায় অবস্থিত। | 01733074606 | |
২ | মহেশপুর ডাকবাংলো | জেলাপরিষদ | মহেশপুর ডাক বাংলোটি মহেশপুর থানার নিকটে পশ্চিম পাশ্বে রাস্তার সাথেই অবস্থিত। কালীগঞ্জ-জীবননগর রোডে খালিশপুর বাস্ট্যান্ডে নেমে মিশুক যোগে মহেশপুর বাসস্ট্যান্ডে নেমেই ডাকবাংলোটি দেখা যায়। এখানে সার্বক্ষনিক একজন কেয়ারটেকার থাকেন। অতিথিদের অভ্যর্থনা জানানোর জন্য। | 0 | |
হোটেল ও আবাসনের ধরণঃ | |||||
১ | ব্রাক রেস্ট হাউস | ব্রাক, এনজিও, ঝিনাইদহ। | ব্রাক রেস্ট হাউস ঝিনাইদহ। ফোনঃ ০৪৫১-৬২৮৮০। | ||
২ | এইড রেস্ট হাউস | এইড, এনজিও, ঝিনাইদহ। | এইড রেস্ট হাউস, ঝিনাইদহ। ফোনঃ ০৪৫১-৬১১৮৯/৬১১৮৮। | ||
৩ | হোটেল জামান | পরিচালক-মোঃ বাহাউদ্দিন (বে-সরকারী) | হোটেল জামান, পোষ্ট অফিসের মোড়, ঝিনাইদহ সদর। | ||
৪ | ক্ষণিকা রেস্ট হাউস | কে,এম রবিউল আলম (বে-সরকারী) |
No comments:
Post a Comment