মহেশপুর উপজেলা (ঝিনাইদহ জেলা) আয়তন: ৪১৭.৮৫ বর্গ কিমি। অবস্থান: ২৩°১৩´ থেকে ২৩°২৫´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°৪২´ থেকে ৮৯°০২´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে জীবননগর এবং কোটচাঁদপুর উপজেলা, দক্ষিণে চৌগাছা উপজেলা ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, পূর্বে চৌগাছা উপজেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য।জনসংখ্যা ৩৩২৫১৪; পুরুষ ১৬৬২৯১, মহিলা ১৬৬২২৩। মুসলিম ৩১৯৫৭৬, হিন্দু ১২৭৫৯, খ্রিস্টান ৬৪, বৌদ্ধ ২ এবং অন্যান্য ১১৩।জলাশয় প্রধান নদী: ইছামতি, কোদলা, বেতনা. ভৈরব। উখড়ি বিল, বড় বিল, ডুবলি বিল, কাঠগাড়ার বিল, পূর্বপাড়ার বিল উল্লেখযোগ্য।প্রশাসন মহেশপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে।
প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ বুড়ো শিব (মহেশ্বর) মন্দির, রাজবল্লভ মন্দির, সুন্দরপুর জমিদার বাড়ি, খালিশপুরের নীলকুঠি, ভালাই শাহের মাযার ও শ্রীপাট মন্দির।