সকলকে ঝিনাইদহ ইনফো সাইটে স্বাগতম জানাচ্ছি। এই সাইটে আমরা ঝিনাইদহের ইতিহাস,ঐতিহ্য আপলোড করবো। ঝিনাইদহ জেলার ইতিহাস,ঐতিহ্য,ভ্রমন কাহিনী আপনিও দিতে পারেন। আমরা আপনার নামসহ এই সাইটে প্রকাশ করবো। আপনার লেখা আমরা প্রত্যাশা করছি। ইমেইল করুন: jhenaidahinfo@gmail.com

Thursday, January 16, 2025

ফ্রিল্যান্সিংয়ের নামে প্রতারণা, গ্রেপ্তার ১

 ফ্যিল্যান্সিংয়ের মাধ্যমে ঘরে বসে আয় করার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ চক্র। এ চক্রের এক সদস্যকে নগদ টাকা, মোবাইলফোন ও ১৭টি চেকসহ গ্রেপ্তার করেছে সিআইডি। গ্রেফতারকৃতরা হচ্ছেন, মো. আব্দুল আল মাসুম (৩০)। চক্রের অন্য সদস্যরা দুবাই থেকে প্রতারণার কাজ চালায় বলে জানিয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তি।



চট্ট্রগ্রামের হাটহাজারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বৃহস্পতিবার সিআইডির মিডিয়া বিভাগে থেকে জানানো হয়।

জানা গেছে, সংঘবদ্ধ চক্রের সদস্যরা প্রথমে টার্গেটকৃত ব্যক্তিকে ফোন দিয়ে বিভিন্ন ভুয়া ডিজিটাল মার্কেটিং এজেন্সির পরিচয় দিয়ে ফ্রিল্যান্সিং কাজের অফার দেয়। ফ্রিল্যান্সিং এর কাজে আগ্রহ প্রকাশ করলে তাকে একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে। প্রতারকরা টেলিগ্রাম গ্রুপে কিছু কাজ দেয়, ওগুলো শেষ করার সাথে সাথে বিকাশ একাউন্টে ২-৩শ’ টাকা পেয়ে যায়। প্রাথমিক টাস্কের মধ্যে অন্যতম হচ্ছে বিভিন্ন সাইটে সাবস্ক্রাইব করা। প্রতি সাবস্ক্রাইবে ১০০ টাকা করে ভিকটিমের বিকাশ একাউন্টে জমা হতে থাকে। ভিকটিমের পিছনে এভাবে প্রতারক চক্র ৮ হাজার থেকে ১০ হাজার টাকা ইনভেস্ট করে।

বিশ্বাস জন্মালে ডাবল বেনিফিট টাস্ক প্ল্যান, হোমওয়ার্ক প্ল্যান, ক্যাশব্যাক প্ল্যানের মত ভুয়া প্ল্যানে প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। সংঘবদ্ধ প্রতারক চক্রের হাতে ৭ লাখ ২০ হাজার টাকা খুইয়ে এক ব্যক্তি সিআইডর দ্বারস্থ হলে তদন্তের মাধ্যমে ওই চক্রকে সনাক্ত করা হয়।

Thursday, January 2, 2025

মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ নির্বাচন স্থগিতাদেশ প্রত্যাহার

ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত ভারি শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন ২০২৫ স্থগিত আদেশ প্রত্যাহার করা হয়েছে। এ আদেশের ফলে পূর্বের ঘোষিত তফসীল অনুযায়ী মোচিক শ্রমিক ইউনিয়নের নির্বাচন আগামী ৫ জানুয়ারি যথাসময়ে অনুষ্ঠিত হবে। ১ জানুয়ারি মোচিক শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মহাব্যবস্থাপক (অর্থ) হিরন্ময় বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠিতে স্থগিত আদেশ প্রত্যাহার ও পূর্ব ঘোষিত তফসীল অনুযায়ি ৫ জানুয়ারি ভোট গ্রহনের বিষয়টি জানানো হয়।



ঝিনাইদহে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে।জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বেলুন উড়িয়ে কর্মস‚চীর উদ্বোধন করা হয়।


ঝিনাইদহে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

ঝিনাইদহ সদর উপজেলার ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুর বাজার নামক এলাকায় বাসের ধাক্কায় লিয়াকত আলী (৬০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুর বাজারের পাওয়ার হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক লিয়াকত আলী হরিশংকর গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে।

Wednesday, December 25, 2024

ঝিনাইদহে নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে বড়দিন উদযাপন

 ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঝিনাইদহে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে।


Tuesday, December 24, 2024

ঝিনাইদহ জেলার 6টি উপজেলায় ছয়জন নাগরিক সাংবাদিক যুক্ত করা হবে


 

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত হতে বিজিবি কর্তৃক ০১ জন ভারতীয় নাগরিক আটক


সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় ০১ জন ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতঃ পরবর্তীতে বাংলাদেশ হতে ভারতে গমনের উদ্দেশ্য ঝিনাইদহ জেলার মহেশপুর থানার স্বরুপপুর ইউনিয়নের পিপুলবাড়িয়া গ্রামের মোঃ রুহল আমিনের মেহগনি বাগানের মধ্যে অবস্থান করছে। 

ঝিনাইদহে প্রমীলা ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

 


ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় জেলা ক্রীড়া অফিস ঝিনাইদহের আয়োজনে প্রমীলা ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

ঝিনাইদহে দুস্থ ও শীতার্ত আসনার-ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

পৌষের শুরুতে তীব্র শীত আর হিমেল হাওয়া কাঁপছে দেশ। তীব্র শীতে অসহায় দুস্থদের একই উষ্ণতা দিতে ঝিনাইদহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

কালীগঞ্জে ফাস্টফুড ব্যবসায়ীর কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাই

 


ঝিনাইদহের কালীগঞ্জে একজন ফাস্টফুড ব্যবসায়ী ও তার সহযোগী মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। এই সময়  ছিনতাইকারীরা তাদের নিকট থাকা নগদ টাকা ও মোবাইল কেড়ে নেয় এবং মারধর করে।  এ ঘটনায় ফাস্টফুড  ব্যবসায়ী নাজমুল হাসান কালীগঞ্জ থানায় একটি লিখিত  অভিযোগ দায়ের করেছেন। 

Monday, December 23, 2024

মহেশপুর সীমান্ত থেকে এক কোটি চৌত্রিশ লক্ষ টাকা মুল্যের 1 কেজি 194.32 গ্রাম স্বর্ণের বার উদ্ধার

 প্রেস বিজ্ঞপ্তি:    বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় একজন চোরাকারবারী বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে গয়েশপুর এলাকা দিয়ে সীমান্তের দিকে গমন করবে, এরকম সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অদ্য ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ গয়েশপুর বিওপি’র একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ৬৭/১-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের মোঃ আশকর মন্ডল এর আম বাগানের মধ্যে অবস্থান করে। গোয়েন্দা তথ্যের বর্ণনা মোতাবেক আনুমানিক ১৩:৩০ ঘটিকায় একজন চোরাকারবারী বাই-সাইকেলযোগে আম বাগানের মধ্যে দিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় টহল দল তাকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারী বাই-সাইকেল ফেলে দৌড়ে বাগানের মধ্যে দিয়ে শূন্য লাইনের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল কর্তৃক উক্ত স্থান তল্লাশী করে প্লাষ্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় সর্বমোট ০৪টি স্বর্ণের ফ্লাটবার পাওয়া যায় এবং তা জব্দ করা হয়। জব্দকৃত স্বর্নের ওজন ০১ কেজি ১৯৪.৩২ গ্রাম যার সিজার মূল্যে-১,৩৪,১৫,৬২৮/-(এক কোটি চৌত্রিশ লক্ষ পনের হাজার ছয়শত আঠাশ) টাকা। আটককৃত স্বর্ণেরবার এবং বাই-সাইকেলের সর্বমোট সিজার মূল্যে-১,৩৪,১৭,৬২৮/-(এক কোটি চৌত্রিশ লক্ষ সতের হাজার ছয়শত আঠাশ) টাকা মাত্র।


যাদবপুর সীমান্তে মাদক চোরাচালান নির্মূলে বিজিবির গুলি বর্ষণ

 

প্রেস বিজ্ঞপ্তি: অদ্য ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের প্রেক্ষিতে মহেশপুর (৫৮ বিজিবি) ব্যাটালিয়ন এর যাদবপুর বিওপির তিনটি বিশেষ আভিযানিক দল কানাইডাংগা বিল সংলগ্ন সীমান্ত পিলার ৫০ হতে ৫১ পর্যন্ত রাত্রী ০১:৩০ ঘটিকা হতে ফাদ পেতে বসে থাকে। বাংলাদেশী চোরাকারবারীদের জন্য দীর্ঘ সময় অপেক্ষমান থাকা অবস্থায় চোরাকারবারীদের দেখা পাওয়া যায়নি।

ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ, দাফন সম্পন্ন

ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটনের পিতা বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ শাহাদত হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলইহে রাজিউন)। রোববার রাত ৮টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দুই ছেলে চার মেয়ে ও অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।

কালীগঞ্জে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে বোরো ধানের চারা রোপনের উদ্বোধন


 ঝিনাইদহের কালীগঞ্জে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বোর ধানের সমলয় চাষাবাদ কর্মসুচির মাধ্যমে ৭০ জন কৃষকের ১৫০ বিঘা জমির রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে ধানের চারা রোপনের উদ্বোধন করা হয়েছে ।

Saturday, December 21, 2024

ঝিনাইদহে ৩ দিন ব্যাপী বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শুরু


অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে আগ্রহ সৃষ্টি, কর্মরত সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও মান সম্পন্ন প্রতিবেদনের সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যে ঝিনাইদহে ৩ দিন ব্যাপী বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহ জেলা পরিষদ মিলনায়তনে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের আয়োজনে এ প্রশিক্ষণ শুরু হয়। 

Friday, December 20, 2024

ঝিনাইদহে যৌথ বাহিনীর অভিযানে ৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার

 ঝিনাইদহ শহরের কাঞ্চননগর মডেল স্কুল পাড়ায় সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। শুক্রবার ভোর রাতে যৌথবাহিনী এই অভিযান চালায়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, একটি বিদেশী ও একটি দেশী পিস্তল এবং একতটি সুটারগান। 



কালীগঞ্জে দূর্বৃত্তরা কেটে দিল ১০ কাঠা জমির ধরন্ত লাউ গাছ

 ঝিনাইদহ কালীগঞ্জে ১০ কাঠা জমির লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ভোরে কালীগঞ্জ পৌরসভার বাকুলিয়া গ্রামের মাঠে। ক্ষেত মালিক নজির আহম্মেদ বেশ টাকা খরচের মাধ্যমে ক্ষেতে লাউ ধরা শুরু হয়েছিল। কিন্ত গত রাতে কেবা কারা সব লাউ গাছের গোড়া থেকে কেটে দিয়েছে। এখন কি করে সংসার চালাবেন বলছেন আর কান্নায় মাঠের বাতাস ভারি করছেন। ক্ষতিগ্রস্থ কৃষক নজির আহম্মেদ কালীগঞ্জ পৌরসভার বাকুলিয়া গ্রামের মৃত তছের আলীর ছেলে।

 


কালীগঞ্জে ট্রলির চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

 ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের আখ পরিবহনের গাড়ির ধাক্কায় মৌসুমি আক্তার(২৬) নামের এক গৃহবধু ও ফিরোজ হোসেন (২২) নামের দুই ইজিবাইক যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে । নিহত মৌসুমি আক্তার উপজেলার বনখির্দ্দা গ্রামের মোস্তফা আলীর মেয়ে ও ফিরোজ হোসেন একই গ্রামের হাসেম আলীর ছেলে ।


Thursday, December 19, 2024

ঝিনাইদহ ক্যাডেট কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

 ঝিনাইদহ ক্যাডেট কলেজে দিন ব্যাপী ৫৯তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস এম রাকিব ইবনে রেজওয়ান এএফডব্লিউসি, পিএসসি


কালীগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালন

 কালীগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম। এনজিও, গণমাধ্যমকর্মী ও সরকারী দপ্তরের কর্মকর্তাসহ সুধীজন অংশগ্রহন করেন।