সকলকে ঝিনাইদহ ইনফো সাইটে স্বাগতম জানাচ্ছি। এই সাইটে আমরা ঝিনাইদহের ইতিহাস,ঐতিহ্য আপলোড করবো। ঝিনাইদহ জেলার ইতিহাস,ঐতিহ্য,ভ্রমন কাহিনী আপনিও দিতে পারেন। আমরা আপনার নামসহ এই সাইটে প্রকাশ করবো। আপনার লেখা আমরা প্রত্যাশা করছি। ইমেইল করুন: jhenaidahinfo@gmail.com

Thursday, January 16, 2025

ফ্রিল্যান্সিংয়ের নামে প্রতারণা, গ্রেপ্তার ১

 ফ্যিল্যান্সিংয়ের মাধ্যমে ঘরে বসে আয় করার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ চক্র। এ চক্রের এক সদস্যকে নগদ টাকা, মোবাইলফোন ও ১৭টি চেকসহ গ্রেপ্তার করেছে সিআইডি। গ্রেফতারকৃতরা হচ্ছেন, মো. আব্দুল আল মাসুম (৩০)। চক্রের অন্য সদস্যরা দুবাই থেকে প্রতারণার কাজ চালায় বলে জানিয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তি।



চট্ট্রগ্রামের হাটহাজারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বৃহস্পতিবার সিআইডির মিডিয়া বিভাগে থেকে জানানো হয়।

জানা গেছে, সংঘবদ্ধ চক্রের সদস্যরা প্রথমে টার্গেটকৃত ব্যক্তিকে ফোন দিয়ে বিভিন্ন ভুয়া ডিজিটাল মার্কেটিং এজেন্সির পরিচয় দিয়ে ফ্রিল্যান্সিং কাজের অফার দেয়। ফ্রিল্যান্সিং এর কাজে আগ্রহ প্রকাশ করলে তাকে একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে। প্রতারকরা টেলিগ্রাম গ্রুপে কিছু কাজ দেয়, ওগুলো শেষ করার সাথে সাথে বিকাশ একাউন্টে ২-৩শ’ টাকা পেয়ে যায়। প্রাথমিক টাস্কের মধ্যে অন্যতম হচ্ছে বিভিন্ন সাইটে সাবস্ক্রাইব করা। প্রতি সাবস্ক্রাইবে ১০০ টাকা করে ভিকটিমের বিকাশ একাউন্টে জমা হতে থাকে। ভিকটিমের পিছনে এভাবে প্রতারক চক্র ৮ হাজার থেকে ১০ হাজার টাকা ইনভেস্ট করে।

বিশ্বাস জন্মালে ডাবল বেনিফিট টাস্ক প্ল্যান, হোমওয়ার্ক প্ল্যান, ক্যাশব্যাক প্ল্যানের মত ভুয়া প্ল্যানে প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। সংঘবদ্ধ প্রতারক চক্রের হাতে ৭ লাখ ২০ হাজার টাকা খুইয়ে এক ব্যক্তি সিআইডর দ্বারস্থ হলে তদন্তের মাধ্যমে ওই চক্রকে সনাক্ত করা হয়।

No comments:

Post a Comment