প্রেস বিজ্ঞপ্তি: বিশেষ গোয়েন্দা
তথ্যের ভিত্তিতে জানা যায় একজন চোরাকারবারী বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে
গয়েশপুর এলাকা দিয়ে সীমান্তের দিকে গমন করবে, এরকম সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অদ্য
২৩ ডিসেম্বর ২০২৪ তারিখে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ গয়েশপুর বিওপি’র
একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ৬৭/১-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া
গ্রামের মোঃ আশকর মন্ডল এর আম বাগানের মধ্যে অবস্থান করে। গোয়েন্দা তথ্যের বর্ণনা মোতাবেক
আনুমানিক ১৩:৩০ ঘটিকায় একজন চোরাকারবারী বাই-সাইকেলযোগে আম বাগানের মধ্যে দিয়ে সীমান্তের
দিকে যাওয়ার সময় টহল দল তাকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারী বাই-সাইকেল ফেলে দৌড়ে বাগানের
মধ্যে দিয়ে শূন্য লাইনের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল কর্তৃক উক্ত স্থান তল্লাশী
করে প্লাষ্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় সর্বমোট ০৪টি স্বর্ণের ফ্লাটবার পাওয়া যায় এবং
তা জব্দ করা হয়। জব্দকৃত স্বর্নের ওজন ০১ কেজি ১৯৪.৩২ গ্রাম যার সিজার মূল্যে-১,৩৪,১৫,৬২৮/-(এক কোটি চৌত্রিশ লক্ষ পনের হাজার ছয়শত আঠাশ) টাকা। আটককৃত স্বর্ণেরবার এবং বাই-সাইকেলের সর্বমোট সিজার মূল্যে-১,৩৪,১৭,৬২৮/-(এক কোটি চৌত্রিশ লক্ষ সতের হাজার ছয়শত আঠাশ) টাকা মাত্র।
স্বর্ণের বার শুল্ক কর ফাঁকি দিয়ে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য অজ্ঞাত ব্যক্তিতে পলাতক আসামী করে জীবননগর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বার চুয়াডাংগা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
উপরোক্ত ঘটনাটি ইলেক্ট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ায় প্রকাশের জন্য অনুরোধ করা হলো।
-স্বাক্ষরিত-
মিডিয়া সেল
মহেশপুর
ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)
No comments:
Post a Comment