সকলকে ঝিনাইদহ ইনফো সাইটে স্বাগতম জানাচ্ছি। এই সাইটে আমরা ঝিনাইদহের ইতিহাস,ঐতিহ্য আপলোড করবো। ঝিনাইদহ জেলার ইতিহাস,ঐতিহ্য,ভ্রমন কাহিনী আপনিও দিতে পারেন। আমরা আপনার নামসহ এই সাইটে প্রকাশ করবো। আপনার লেখা আমরা প্রত্যাশা করছি। ইমেইল করুন: jhenaidahinfo@gmail.com

Tuesday, December 24, 2024

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত হতে বিজিবি কর্তৃক ০১ জন ভারতীয় নাগরিক আটক


সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় ০১ জন ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতঃ পরবর্তীতে বাংলাদেশ হতে ভারতে গমনের উদ্দেশ্য ঝিনাইদহ জেলার মহেশপুর থানার স্বরুপপুর ইউনিয়নের পিপুলবাড়িয়া গ্রামের মোঃ রুহল আমিনের মেহগনি বাগানের মধ্যে অবস্থান করছে। 


এরকম সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ২৪ ডিসেম্বর ২০২৪ আনুমানিক ০৫০০ ঘটিকা হতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্থ কুসুমপুর বিওপির একটি চৌকশ টহল দল সীমান্ত পিলার-৬১/২০-আর হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়িয়া গ্রামের মোঃ রুহল আমিনের মেহগনি বাগানের পাশে ওৎ পেতে অপেক্ষমান থাকে। গোয়েন্দা তথ্যের বর্ণনা মোতাবেক আনুমানিক ০৬০০ ঘটিকার সময় ভারতীয় নাগরিক টহল দলের সামনে দিয়ে মেহগনি বাগানের মধ্যে দিয়ে ভারতের দিকে যাওয়ার সময় টহল দল কর্তৃক তাকে আটক করতে সক্ষম হয়।

 ২।      আটককৃত ভারতীয় নাগরিক হলেন ভবেন মন্ডল (৪০), পিতা-পরেশ মন্ডল

গ্রাম-নেতাজি নগর, ডাকঘর-পাট বাওড়, থানা-বনগ্রাম, ঘাটবাওর, জেলা-উত্তর-২৪ পরগনা, ভারত।

 ৩।      আটককৃত ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতঃ বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৫২ সালের দি কন্ট্রোল অব এন্টি এ্যাক্ট এর ৪ ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

No comments:

Post a Comment