ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটনের পিতা বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ শাহাদত হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলইহে রাজিউন)। রোববার রাত ৮টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দুই ছেলে চার মেয়ে ও অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সুত্রে জানা গেছে, ঝিনাইদহ শহরের কলাবাগানপাড়ার বাসায় তিনি অসুস্থ বোধ করলে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। সোমবার বাদ যোহর ঝিনাইদহ শহরের উজির আলী ঈদগাহ ময়দানে নামাজের জানাজা শেষে ঝিনাইদহ পৌর কবরস্থানে মৃতদেহ দাফন সম্পন্ন হয়। এদিকে বিশিষ্ট ব্যাবসায়ী শাহাদত হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শহরে শোকের ছায়া নেমে আসে। সাংবাদিক সমাজ ছাড়াও বিএনপি নেতৃবৃন্দ, দোকান মালিক সমিতি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, পাড়া প্রতিবেশি, আত্মীয়-স্বজন ও শুভান্যুধায়ীরা পৌর এলাকার কলাবাগান পাড়ার বাসভবনে ছুটে আসেন। বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ শাহাদত হোসেনের মৃত্যুতে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, সহ-সভাপতি আসিফ ইকবাল মাখন, সহ-সম্পাদক রবিউল ইসলাম রবি, সাবেক সভাপতি আমিনুর রহমান টুকু, মোস্তফা মাজেদ, এম রায়হান, সাইফুল মাবুদ, সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, মাহমুদ হাসান টিপু, আজাদ রহমান, ফয়সাল আহম্মেদ, সাংবাদিক লোটাস রহমান সোহাগ, সাদ্দাম হোসেন, বসির আহাম্মেদসহ ঝিনাইদহ প্রেসক্লাব, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরাম’র সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। অপরদিকে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ এম মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা সাংবাদিক লিটনের পিতার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন।
No comments:
Post a Comment