সকলকে ঝিনাইদহ ইনফো সাইটে স্বাগতম জানাচ্ছি। এই সাইটে আমরা ঝিনাইদহের ইতিহাস,ঐতিহ্য আপলোড করবো। ঝিনাইদহ জেলার ইতিহাস,ঐতিহ্য,ভ্রমন কাহিনী আপনিও দিতে পারেন। আমরা আপনার নামসহ এই সাইটে প্রকাশ করবো। আপনার লেখা আমরা প্রত্যাশা করছি। ইমেইল করুন: jhenaidahinfo@gmail.com
Showing posts with label ভাইরাল খবর. Show all posts
Showing posts with label ভাইরাল খবর. Show all posts

Saturday, June 17, 2023

খোঁজ নেয় না আত্মীয়রা, ‘শিক্ষা দিতে’ মৃত্যুর নাটক

 

আত্মীয়রা খোঁজ-খবর নেয় না ঠিকমতো। কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণও করে না। ফলে তাদের কাছে নিজেকে ‘মূল্যহীন’ মনে হতে থাকে এক ব্যক্তির। এ কারণে আত্মীয়দের শিক্ষা দেওয়ার জন্য সাজান নিজের মৃত্যুর নাটক। এরপর শেষকৃত্যের সময় সবাই যখন কান্নাকাটিতে ব্যস্ত, সেই মুহূর্তে হেলিকপ্টার থেকে নেমে আসেন তিনি। সম্প্রতি এই কাণ্ড ঘটিয়েছেন বেলজিয়ামের এক ব্যক্তি।

Thursday, July 14, 2022

আর্থারের ৯ স্ত্রী, ‘শিডিউল’ করে সময় দেন সবাইকেই

                                 এক ব্যক্তির ৯ স্ত্রী, ‘শিডিউল’ করে সময় দেন সবাইকেই

ব্রাজিলের বাসিন্দা আর্থার উরসোকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে।তাকে নিয়ে আলোচনার কারণ পৃথিবীতে তার স্ত্রীর সংখ্যা ৯ টি। সাধারণত মানুষ একটা বিয়ে করে সুন্দর জীবনযাপনের স্বপ্ন দেখলেও এই মডেল বিয়ে করেছেন ৯ টি।

Sunday, May 23, 2021

মাস্কের ওপর দিয়েই নাকে নোলক!

মাস্কে নাক-মুখ ঢেকেছে। কিন্তু নাকের নোলকের প্রদর্শন বন্ধ হয়নি। করোনাভাইরাস মহামারিতে মাস্ক মানুষের নিত্যসঙ্গী। সে কারণে নথ বা নোলক জাতীয় গহনার ব্যবহার লোপ পাওয়ার আশঙ্কা করেছিলেন অনেকে। কিন্তু সেই ধারণা পাল্টে দিয়েই সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ছবি। তাতে দেখা যাচ্ছে, মধ্যবয়সী এক নারী মাস্কের ওপরেই নাকের অলংকার পরেছেন। নাকের বদলে তার ভারি গহনা শোভা পাচ্ছে একটি এন ৯৫ মাস্কের ওপর।ছবির ওই নারীর এমন সজ্জা দেখে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই। কেউ সুরক্ষাবিধি বজায় রেখে সাজগোজ করার জন্য তার উপস্থিত বুদ্ধির প্রশংসাও করেছেন। কেউ আবার এই সংক্রমণের মধ্যেও তার সাজগোজ নিয়ে তীর্যক মন্তব্য করতেও ছাড়েননি।ভারতীয় ওই নারীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ব্যাপক হারে। একেকটি পোস্টে এসেছে একেক ধরনের মন্তব্য।ভাইরাল হওয়া ছবিতে ওই নারীকে গোলাপী শাড়িতে প্রচুর সোনার গয়না পরে একটি অনুষ্ঠান বাড়িতে। মুখে সাদা রঙের এন ৯৫ মাস্কের ওপরেই একটি বড় আকৃতির নথ পরেছেন তিনি। নাকের বদলে নথটিকে ঝুলিয়েছেন মাস্কে।কেউ লিখেছেন, ‘যত বড় মহামারিই আসুক না কেন, সাজগোজে কমতি রাখা চলে না।’ কারও কারও মতে, বিষয়টা ‘চূড়ান্ত পর্যায়ের প্রদর্শনবাদ’ ছাড়া আর কিছুই না।

Wednesday, May 5, 2021

এক ব্যক্তির ২৭ স্ত্রী, ১৫০ সন্তান!


উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছর বয়সী কানাডার এই ব্যক্তির স্ত্রীর সংখ্যা ২৭ জন। তার সন্তান সংখ্যা ১৫০ জন। সবচেয়ে বড় সন্তানের বয়স ৪৪ বছর। অর্থাৎ বাবার চেয়ে ২০ বছর কম।

পরিবারের সদস্য ১৯ বছরের মার্লিন ব্ল্যাকমোর। সম্প্রতি নিজের এই বিশাল পরিবারে কথা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। কারও জন্মদিনে কীভাবে উৎসব হয় তাদের বাড়িতে, বা এতো সংখ্যক ভাই-বোনের সঙ্গে স্কুলে যাওয়ার অভিজ্ঞতা নজর কেড়েছে নেটাগরিকদের।

Monday, May 3, 2021

পুলিশে চাকরি পেল ছাগল!

যুক্তরাষ্ট্রের পুলিশ বিভাগে নিয়োগ পেয়েছে একটি ছাগল। কানেকটিকাট অঙ্গরাজ্যের রকি হিল পুলিশ বিভাগে গতকাল (১ এপ্রিল) বনি নামের এ ছাগলটি পুলিশ প্যাট্রল গোট (পিপিজি) হিসেবে যোগ দেয় বলে জানানো হয়েছে। যুগ যুগ ধরে পৃথিবীর বিভিন্ন দেশে পুলিশ বিভাগের কাজে সহায়তা প্রদানের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করা হলেও এবারই প্রথম যুক্তরাষ্ট্রের পুলিশ বিভাগে একটি ছাগল যোগ দিল।

রকি হিল পুলিশ জানিয়েছে, বনিকে রাজ্যের পুলিশ প্যাট্রল গোটের (পিপিজি) মধ্যে প্রথম এবং উচ্চ প্রশিক্ষিত দক্ষ হিসেবে গড়ে তোলা হবে। ছাগল আক্রমণাত্মক হিসেবে পরিচিত না হলেও সঠিক প্রশিক্ষণপ্রাপ্ত হলে তারা প্রমাণ শনাক্ত করতে গন্ধের দৃশ্য ও সন্দেহভাজনদের সন্ধান করতে পারবে। এমনকি প্রয়োজনে অপরাধীদের দমন করতে তাদের শিং ব্যবহার করতে পারবে।

Tuesday, April 20, 2021

চলন্ত ট্রেনের সামনে শিশু ! উদ্ধার করলো রেলকর্মী

 

ভগবানের মতো এসে শিশুর প্রাণ বাঁচালেন সেন্ট্রাল রেলওয়ে মুম্বই ডিভিশনের Points man মিস্টার ময়ূর শেলখের। ঘটনার ভিডিও দেখলে চমকে যাবেন। মায়ের সঙ্গে এক ছোট্ট খুদে, ভাগনানি স্টেশনে ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিল। ওই স্টেশনের দু'নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল মা ছেলে। হঠাৎ মায়ের হাত ছেড়ে স্টেশনে ঘুরতে থাকে শিশুটি। মা বাচ্চার খেয়াল যতক্ষণে করেছেন ততক্ষণে সে পা পিছলে পড়ে গিয়েছে ট্রেনের লাইনে। উল্টো দিক থেকে প্রবল বেগে ছুটে আসছিল ট্রেন। এই সময় ওই স্টেশন লাইনেই ডিউটিতে ছিলেন ময়ূর।

Monday, April 19, 2021

শপিংমলের বাইরে প্রেমিক-প্রেমিকার উপর গুলি চালাল পুলিস! Video Viral হতেই তদন্তে প্রশাসন

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে এক যুগলের উপর গুলি চালাল পুলিস, ঘটনার ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন। কোন পুলিস এমন নির্মমভাবে গুলি চালাতে পারে? পুলিসের হাত ভিডিও ফুটেজ আসা মাত্রই তারা জানতে পারে এটি সত্যি ঘটনা নয়, ওয়েব সিরিজ শুটিং-র ফুটেজ। কিন্তু অভিনয়ের দক্ষতা বুঝতেই দেয়নি সোশ্যাল নাগরিকদের। অতিরিক্ত পুলিস সুপারিন্টেন্ড পুলিস ভিডিওটি শেয়ার করে জানিয়েছেন, এই ভিডিওটি সত্যি ঘটনা নয়। যে ভিডিও ভাইরাল হয়েছে, সেটি হরিয়ানার ফ্রেন্ডস ক্যাফের সামনে একটি শুটিং-র ফুটেজ। অভিনয় এত সাবলীল যে, এটি শুটিং হচ্ছিল তা বোঝা দায়। সত্যতা জানার পর, একাংশ প্রশংসা করলেও, অনেকেই ভিডিওটি শেয়ার না করার জন্য অনুরোধ করেছেন।

Monday, April 12, 2021

প্রতি বছর যেখানে হয় ‘মাছের বৃষ্টি’!

আমেরিকার হন্ডুরাসের লোকাচার বিদ্যায় মাছ বৃষ্টি এখন একটি সাধারণ ঘ’টনা। প্রত্যক্ষদর্শীদের মতে, এ অবিশ্বা’স্য প্রাকৃতিক ঘ’টনা ঘ’টে মে মাস থেকে জুলাই মাসের মাঝামাঝি। প্রথমে আকাশে কালো মেঘ জমে।এরপর শুরু হয় তুমুল বৃষ্টি, সে স’ঙ্গে প্রবল বাতাস, বিদ্যুৎ চ’মক আর ব’জ্রপাত। অবিরাম এ বৃষ্টির স’ঙ্গে মাটিতে আছড়ে পরে অসংখ্য জীবন্ত মাছ । এ রকম চলে প্রায় ২-৩ ঘণ্টা। আর বৃষ্টি থেমে যাওয়ার পর শত শত জীবন্ত মাছ পড়ে থাকতে দেখা যায় মাটিতে।লোকজন এসব মাছ কুড়িয়ে নিয়ে রান্না করে খায়। ১৯৯৮ সাল থেকে স্থানীয় লোকজন এ প্রাকৃতিক ঘ’টনার ওপর ভিত্তি করে প্রতি বছর উৎসবেরও আয়োজন করে।১৯৭০ সালে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের পক্ষ থেকে একটি বিশেষ দল পা’ঠানো হয় হন্ডুরাসে। ওই দলের সদস্যরা ‘মাছের বৃষ্টি’র ঘ’টনার সত্যতা নি’শ্চিত করেন। ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের ওই সদস্যরা জা’নান, ওই অঞ্চলে আকাশ থেকে যে সব মাছের বৃষ্টি হয়, তা কোনো সামুদ্রিক মাছ নয়। সেগুলো মিষ্টি পানির মাছ।আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়া মাছগুলো কোনো নদী, পুকুর বা হ্রদের মতো মিষ্টি পানির জলা’শয়ের মাছ। শুধু তাই নয়; বেশির ভাগ মাছই প্রায় একই প্রজাতির। যদিও ১৯৭০ সালে হন্ডুরাসে ‘মাছের বৃষ্টি’র সত্যতা যাচাইয়ের জন্য সদস্যদল পা’ঠানো র বিষয়টি স্বী’কার করেনি ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল ক’র্তৃপক্ষ।যে এলাকায় প্রতি বছর একবার বা দুইবার মাছের বৃষ্টি হয়, আটলান্টিক মহাসাগর তার থেকে প্রায় দু’শ কিলোমিটার দূ’রে। অনেকে মনে করেন, টর্নেডো বা সামুদ্রিক ঝড় আটলান্টিক মহাসাগরের বিভিন্ন অংশের মাছ উড়িয়ে এনে এ অঞ্চলে ফে’লে । কিন্তু এমন ঘ’টনা প্রতি বছর কীভাবে সম্ভব, সে ব্যাপারে এখনো ধোঁয়াশা রয়েছে।

Friday, April 9, 2021

উল্টো মাথা নিয়ে জন্ম, যার ২৪ ঘণ্টা বাঁচার আশা ছিল না, তাঁর বয়স আজ ৪৪

 মাথা পিছনের দিকে ঝুলছে, এভাবেই কাটিয়ে ফেলছেন ৪৪ টা বছর উল্টো মাথা নিয়ে জন্মানোর পর এক ব্যক্তির পরিবারকে চিকিত্সকরা জানিয়েছিলেন যে ২৪ ঘণ্টার বেশি বেঁচে থাকার আশা নেই উত্তর-পূর্ব ব্রাজিলের রাজ্য বাহিয়া থেকে ক্লোদিও ভিয়েরা ডি অলিভারিয়া জন্মগ্রহণ করেছিলেন আর্থ্রোগ্রিপোসিস মাল্টিপ্লেক্স কনজেনাইটা নামক একটি বিরল রোগ নিয়ে

এই রোগে পায়ের পেশীগুলিতে অ্যাট্রোফি রয়েছে, তার পা তার বুকের সাথে আটকে রয়েছে এবং তার মাথাটি পিছনের দিকে অর্থাৎ গোটা জগৎকে তিনি উল্টোভাবে দেখেন জীবনের অনেক কিছু থেকে বঞ্চিত থেকেছেন ঠিকই, কিন্তু জীবনের প্রতি পদে বাঁচার রসদ খুঁজে নিয়েছেন তিনি তবে এই ব্যক্তি জানিয়েছেন, নিঃশ্বাস নিতে, দেখতে, খেতে এবং জলপান করতে তার কোনও সমস্যা হয়না পাশাপাশি তিনি প্রেরণামূলক বার্তা দিয়ে নানা ভিডিও করেন তিনি আরও জানাচ্ছেন, আমি কখনও মনে করিনি আমার জীবনে কোনও অসুবিধা আছে আমার জীবন আর টা সাধারণ জীবনের মতো 

Sunday, March 21, 2021

স্ত্রী এএসপি, স্বামী এসআই, ফেসবুকে ভাইরাল ছবি ও কমেন্ট

 ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে পুলিশে কর্মরত সহকারী পুলিশ সুপার ও তার স্বামী পুলিশের উপ-পরিদর্শকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।তাদের প্রশংসায় ভাসাচ্ছেন ফেসবুক ব্যবহারকারীরা। সবাই তাদের সাধুবাদ জানাচ্ছেন। সাধারণ মানুষের মন্তব্য নারীর প্রতি শ্রদ্ধাবোধ বাড়িয়ে দিয়েছে।

ফেসবুকে একটি কমেন্ট ভাইরাল হয়েছে সেটি হলো : আমি সাব-ইন্সপেক্টর উজ্জল ঘোষ। ছবিতে আমার সাথে যাকে দেখা যাচ্ছে তিনি জনাব উর্মি দেব, এসিস্ট্যান্ট সুপারিন্টেন্ডেন্ট অফ বাংলাদেশ পুলিশ (এএসপি)। পেশাগত জীবনে তিনি আমার ঊর্ধ্বতন কর্মকর্তা, আর ব্যাক্তিগত জীবনে তিনি আমার সহধর্মিণী। পুলিশিং পেশার ব্যাপারে যাদের একটু ধারনা আছে তারা বলতে পারবেন অবস্থানগত দিক থেকে আমার সহধর্মিণীর অবস্থান আমার থেকে কতটা উপরে। না, আমাদের বিয়ের পর আমাদের কারও চাকরি হয়নি। আমার আর আমার সহধর্মিণীর অবস্থানের এই আকাশ পাতাল পার্থক্যের তোয়াক্কা না করে এই দেবীতুল্য মানুষটা আমাকে আপন করে নিয়েছিলেন। বেহিসেবী ভালবাসা দিয়ে ভরিয়ে তুলেছেন আমার জীবন। দাম্পত্য জীবনে আমার থেকে সুখী বোধ করি আর কেউই নেই (একান্ত আমার নিজস্ব চিন্তাচেতনা)।

যখন অহরহ পোষ্ট দেখি মেয়েরা লোভী হয়, মেয়েরা বিসিএস স্বামী খুঁজে পেলে সব ছাড়তে পারে, মেয়েরা টাকা আর অবস্থান ছাড়া আর কিছু বোঝে না আমার তখন খুব হাসি পায় মায়ের জাত নিয়ে কি আমাদের চিন্তাধারা এটা ভেবে।
একজন বিসিএস কর্মকর্তা যে কিনা আমার মত একজন সামান্য মানুষকে এতটা আপন করে নিয়েছেন তিনিও তো একজন মেয়ে।
আশির্বাদ প্রার্থী।

Saturday, March 20, 2021

ছেলে বিয়ে বলে কথা! আকাশ থেকে কোটি কোটি টাকা ওড়ালেন বাবা

 


ছেলের বিয়ে বলে কথা! তাই আমন্ত্রিতদের উপর টাকার বর্ষণ করলেন বাবা। সেই জন্য আনা হয়েছিল হেলিকপ্টার। অভিনবত্ব ও চমক আনতে এই পদক্ষেপ বাবার। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ার ময়দানে আসা মাত্রই অবাক চোখে ভাইরাল গোটা ভিডিও। একাংশ অবশ্য এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। কালো টাকার অভিযোগ এনেছেন তাঁরা। তবে মজা করে একাংশ এ হেন বিয়ে বাড়িতে খেতে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। 

ঘটনাটি ঘটেছে পাঞ্জাব পাকিস্তানে। জানা গিয়েছে, 'বারাতে'র উপর নিজে হাতে ১৫ কোটি টাকা ফেলেছেন ছেলের বাবা। আনন্দে আটখানা বাবার এহেন কাণ্ড  বিশ্বজুড়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে সহজে । জানা গিয়েছে, টাকার সঙ্গে ছিল গোলাপের পাপড়ি। স্থানীয় এক সংবাদ মাধ্যম ঘটনাটি তুলে ধরেন। জানা গিয়েছে, হরিয়ানা থেকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মাণ্ডি বাহুউদ্দীন বিয়ে করতে গিয়েছিলেন বর। টাকা ওড়ানোর জন্য হেলিকপ্টার ভাড়া করেন তাঁরা।  

Friday, March 19, 2021

মেয়ে গর্ভবতী, বেনারসী পরিয়ে সাধ দিলেন বাবা মা, ভাইরাল ছবি

 

কেউ পশুদের উপর চরম অত্যাচার করেন। কেউ আবার চরম আদর যত্নে লালন পালন করেন। যাঁরা বাড়িতে কুকুর বা বিড়াল পোষে, তাঁরা অনেকেই পোষ্যকে পরিবারের সদস্য মনে করেন। নিজের থালা থেকে খাবারের দলা তুলে দেন তাদের মুখে।পুজোয় নতুন জামা হোক, বা ঘুরতে নিয়ে যাওয়া, সবেতেই পরিবারের আর পাঁচটা সদস্যের মতো অংশগ্রহণ করে সে। বাড়ির ্অন্য আরেক সন্তান হয়ে ওঠে তারা। বাড়ির মেয়ে গর্ভবতী হলে তাঁকে নির্দিষ্ট সময়ে সাধ দেওয়া হয়। পছন্দের খাওয়ার দিয়ে নতুন শাড়ি পরিয়ে রীতিনীতি পালন করা হয়। ঠিক তেমনই বাড়ির পোষ্য কুকুরের সঙ্গে হুবহু পালন করলেন বাড়ির কর্তারা। সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় যে ছবি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, বেনারসী পরানো হয়েছে কুকুরটিকে। অতি যত্নে খাওয়ানো হচ্ছে সাধ। হরেকরকম পদ সাজিয়ে তাঁকে সাধ দিয়েছে বাড়ির লোক। আগুনের তাপ, ধান-দুর্বা দিয়ে আশীর্বাদ করছেন বাড়ির বড়রা।