সকলকে ঝিনাইদহ ইনফো সাইটে স্বাগতম জানাচ্ছি। এই সাইটে আমরা ঝিনাইদহের ইতিহাস,ঐতিহ্য আপলোড করবো। ঝিনাইদহ জেলার ইতিহাস,ঐতিহ্য,ভ্রমন কাহিনী আপনিও দিতে পারেন। আমরা আপনার নামসহ এই সাইটে প্রকাশ করবো। আপনার লেখা আমরা প্রত্যাশা করছি। ইমেইল করুন: jhenaidahinfo@gmail.com
Showing posts with label অভিনয়. Show all posts
Showing posts with label অভিনয়. Show all posts

Saturday, June 17, 2023

খোঁজ নেয় না আত্মীয়রা, ‘শিক্ষা দিতে’ মৃত্যুর নাটক

 

আত্মীয়রা খোঁজ-খবর নেয় না ঠিকমতো। কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণও করে না। ফলে তাদের কাছে নিজেকে ‘মূল্যহীন’ মনে হতে থাকে এক ব্যক্তির। এ কারণে আত্মীয়দের শিক্ষা দেওয়ার জন্য সাজান নিজের মৃত্যুর নাটক। এরপর শেষকৃত্যের সময় সবাই যখন কান্নাকাটিতে ব্যস্ত, সেই মুহূর্তে হেলিকপ্টার থেকে নেমে আসেন তিনি। সম্প্রতি এই কাণ্ড ঘটিয়েছেন বেলজিয়ামের এক ব্যক্তি।