সকলকে ঝিনাইদহ ইনফো সাইটে স্বাগতম জানাচ্ছি। এই সাইটে আমরা ঝিনাইদহের ইতিহাস,ঐতিহ্য আপলোড করবো। ঝিনাইদহ জেলার ইতিহাস,ঐতিহ্য,ভ্রমন কাহিনী আপনিও দিতে পারেন। আমরা আপনার নামসহ এই সাইটে প্রকাশ করবো। আপনার লেখা আমরা প্রত্যাশা করছি। ইমেইল করুন: jhenaidahinfo@gmail.com

Sunday, May 19, 2024

আগামী কাল যুব ছায়া সংসদ এর ১৪তম অধিবেশন বসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে

 আমান্না জাহান বিভা: আগামী ২০ মে, ২০২৪, সোমবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট হলে যুব ছায়া সংসদ এর ১৪তম অধিবেশন বসবে। সময়: দুপুর ২:৩০—বিকাল ৫টা। অধিবেশনের প্রতিপাদ্য, “খাদ্য ব্যবস্থাপনায় যুববান্ধব কর্মপরিকল্পনা ও সহায়ক বাজেট ”। উক্ত অধিবেশনে যুব ছায়া সংসদের নির্ধারিত সরকারদলীয় এবং বিরোধিদলীয় কয়েকজন সদস্য প্রতিপাদ্যের আলোকে নিজেদের বক্তব্য তুলে ধরবেন। এরপর অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিমন্ডলী তাঁদের বক্তব্য রাখবেন।

যুব ছায়া সংসদ এর ব্যতিক্রমী এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ আব্দুল ওয়াদুদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিবেন মাননীয় ফেরদৌস আহমেদ, এমপি; মাননীয় অনিমা মুক্তি গমেজ এমপি;  মোঃ শহীদুল আলম এনডিসি, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), এফপিএমইউ, খাদ্য মন্ত্রণালয়; ডঃ মোঃ জিয়াউদ্দিন, অতিরিক্ত সচিব (প্রশাসন ও ওয়ার্ল্ড হেলথ উইং), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; এটিএম তাহমিদুজ্জামান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ইউসিবি ব্যাংক পিএলসি এবং ডঃ রুদাবা খন্দকার, কান্ট্রি ডিরেক্টর, গ্লোবাল এলায়েন্স ফর ইম্প্রোভড নিউট্রিশন (গেইন)। এই অধিবেশনে উপস্থিত থেকে যুবদের অনুপ্রাণিত করার জন্য আপনাকে সবিনয় আমন্ত্রণ জানাচ্ছি।
আপনি জেনে খুশী হবেন যে, যুব ছায়া সংসদ এর বিগত অধিবেশনসমূহে বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার, ডেপুটি স্পীকার, যুবমন্ত্রী, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বিরোধিদলীয় হুইপসহ একাধিক সম্মানিত সংসদ সদস্য ও দেশের অন্যান্য বরেণ্য ব্যক্তিবর্গ অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন। 

No comments:

Post a Comment