সকলকে ঝিনাইদহ ইনফো সাইটে স্বাগতম জানাচ্ছি। এই সাইটে আমরা ঝিনাইদহের ইতিহাস,ঐতিহ্য আপলোড করবো। ঝিনাইদহ জেলার ইতিহাস,ঐতিহ্য,ভ্রমন কাহিনী আপনিও দিতে পারেন। আমরা আপনার নামসহ এই সাইটে প্রকাশ করবো। আপনার লেখা আমরা প্রত্যাশা করছি। ইমেইল করুন: jhenaidahinfo@gmail.com

Saturday, May 18, 2024

বাংলাদেশের খাদ্য নিরাপত্তার সম্ভাবনা সংক্রান্ত উচ্চ পর্যায়ের সংলাপে ইউএসএআইডি এর অংশগ্রহণ

 ১২ মে, ২০২৪ ইউএসএআইডি ফিড দা ফিউচার বাংলাদেশ পলিসি লিঙ্ক এগ্রিকালচারাল পলিসি অ্যাকটিভিটি এবং বাংলাদেশে খাদ্য নিরাপত্তা খাতে কাজ করে এমন একটি সুশীল সামাজিক সংস্থা বাংলাদেশ সেফ এগ্রো ফুড এফোর্টস (বিএসএএফই) যৌথভাবে ঢাকায় ”বাংলাদেশে খাদ্য নিরাপত্তার সম্ভাবনা এবং সুযোগ” শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সংলাপের আয়োজন করে।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা একটি কঠিন কাজ। বিশেষ করে বাংলাদেশের মতো দেশ যেখানে বেশিরভাগ মানুষ চিরাচরিত বাজার থেকে পণ্য কিনতেই পছন্দ করেন। জনাব মিয়া বিয়ার্স, ডেপুটি অ্যাসিস্ট্রেন্ট অ্যাডসিনিস্ট্রেটর. ব্যুরো ফর রেসিলিয়েন্স, এনভায়নমেন্ট অ্যাণ্ড ফুড সিকিউরিটি, ইউএসএআইডি বলেন, ”যুক্তরাষ্ট্রে খাদ্য ব্যবস্থাপনা নীতি বাস্তবায়ন ও পরীবিক্ষণে বেসরকারি সহযোগিদের উপর যথেষ্ট নির্ভর করা হয় কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বাজারের বিকেন্দ্রিক প্রকৃতির জন্য বাজার নিয়ন্ত্রণ করা কঠিন। এ ধরণের চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে উপযোগী কৌশল থাকা আবশ্যক। পৃথিবীব্যাপী স্বাস্থ্য, পুষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে খাদ্য নিরাপত্তাকে গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। কিন্তু এর কোন সহজ সমাধান নেই। তিনি আরো বলেন, এ সমস্যার সমাধানে স্থানীয় অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক পারদর্শিতা কাজে লাগানো দরকার। আমি মনে করি সে ক্ষেত্রে ইউএসএআইডি ভুমিকা রাখতে পারে।

সংলাপকালে প্রধান স্টেকহোল্ডারগণ বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নীতি এবং খাদ্য ব্যবস্থাপনা পদ্ধতির উন্নয়নে উদ্ভাবনী কৌশল সম্পর্কে আলোকপাত করেন। আলোচনায় খাদ্য বাহিত বিভিন্ন ঝুঁকি কমানো ও জনস্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন এজেন্সির মধ্যে সমন্বয়ের মাধ্যমে নীতির কার্যকরি বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করা হয়।

এ অনুষ্ঠানে ইউএসএআইডি এবং তার সহযোগী প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশের ২০৪১ সালের মধ্যে উন্নত জাতিতে পরিনত হওয়ার লক্ষ্যের সাথে সংগতি রেখে খাদ্য নিরাপত্তা চ্যালেঞ্জসমুহের স্থায়ী সমাধানের জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করে।

সংলাপের সময় অনুষ্ঠানের প্রধান অতিথি খাদ্য মন্ত্রণালয়ের সন্মানিত সচিব জনাব মো: ইসমাইল হোসেন এনডিসি গুরুত্ব আরোপ করে বলেন, ”খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা শুধুমাত্র দায়িত্ব নয় বরং এটি একটি নৈতিক বাধ্যবাধকতা। বিভিন্ন স্টেকহোল্ডারের সাথে সহযোগিতা এবং যুগোপযোগী নীতি বাস্তবায়নের মাধ্যমে আমরা আমাদের জনগণের স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করতে কাজ করছি  এবং ২০২১-২০৪১ এর প্রেক্ষিত পরিকল্পনা অনুযায়ী দেশ এগিয়ে যাচ্ছে।”

জনাব আনোয়ার ফারুক, প্রাক্তন সচিব, কৃষি মন্ত্রণালয় এবং বিএসএএফই ফাউণ্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি সংলাপের সময় বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নীতি ও ব্যবস্থাপনাকে শক্তিশালী করার জন্য ১৩ টি সুপারিশ সম্বলিত একটি পলিসি ব্রিফ উপস্থাপন করেন। বিএসএএফই এর সহযোগিতায় পলিসি অ্যাকটিভিটির আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞ পরামর্শের মাধ্যমে প্রাপ্ত সুপারিশসমূহ হলো-সরকারি সংস্থাগুলোর কাজের সমন্বয়, বেসরকারি খাতের সম্পৃক্ততা, সমন্বিত খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা, ভালো কৃষি অনুশীলন করা, খাদ্য মানের স্টাণ্ডার্ডস নির্ধারণ, কীটনাশকের অনিরাপদ ব্যবহার, উদ্ভাবনী এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির উন্নয়ন, রিপোটিং প্রক্রিয়া, আতিথেয়তা শিল্পে প্রবিধান শক্তিশালী করা এবং যৌথ উদ্যোগের উন্নয়ন।

বাংলাদেশ সরকার মনে করে জনস্বাস্থ্য নিশ্চিত করতে এবং পুষ্টি নিরাপত্তা অর্জনে একটি গ্রহণযোগ্য খাদ্য নিরাপত্তা পদ্ধতি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে। সেজন্য খাদ্য নিরাপত্তা নীতির কার্যকরি বাস্তবায়ন করে ভোক্তাদের খাদ্যে ক্ষতিকর ভেজাল প্রতিরোধ এবং খাদ্য বাহিত রোগের হার কমিয়ে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা পূরণ অপরিহার্য।

পলিসি ব্রিফটি ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে কর্মরত বিভিন্ন স্টেকহোল্ডারের কাছে হস্তান্তর করা হয়। যাদের কাছে হস্তান্তর করা হয় তারা হলেন জনাব সাধন চন্দ্র মজুমদার, এমপি, মাননীয় মন্ত্রী, খাদ্য মন্ত্রণালয়, জনাব তপন কান্তি ঘোষ, সিনিয়র সচিব, বাণিজ্য মন্ত্রণালয় এবং ওয়াহিদা আক্তার, সচিব, কৃষি মন্ত্রণালয়।

মিয়া বিয়ার্স এবং রিড এশাইম্যান, মিশন ডিরেক্টর, ইউএসএআইডি বাংলাদেশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমিরেটাস প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার মণ্ডল, প্রাক্তন ভাইস চ্যান্সেলর, বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়, ময়মনসিংহ। বাংলাদেশ সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, সুশীল সমাজ, শিক্ষাবিদ এবং ইউএসএআইডিসহ বিভিন্ন সেক্টরের প্রধান ও বিশেষজ্ঞগণ এ সংলাপে অংশগ্রহণ করেন। 

পলিসি অ্যাকটিভিটি এবং বিএসএএফই ফাউণ্ডেশন চলমান সংলাপ ও সহযোগিতা বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নীতি ও ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করে। এ প্রচেষ্টার উদ্দেশ্য হলো বাংলাদেশের উন্নত জাতিতে পরিনত হওয়ার লক্ষ্য পূরণ এবং স্থায়ী উন্নয়নের যাত্রা পথে অবদান রাখা। 

পরিসমাপ্ত। 

পলিসি অ্যাকটিভিটি সম্পর্কে আরো জানার জন্য অনুগ্রহ করে ভিজিট করুন: www.policylinkglobal.org/usaid-bangladesh


আরো তথ্যের জন্য যোগাযোগ করুন:

Saeqah Kabir, Director- Knowledge Management, Strategic Learning Communication: saequah_kabir@dai.com


No comments:

Post a Comment