সকলকে ঝিনাইদহ ইনফো সাইটে স্বাগতম জানাচ্ছি। এই সাইটে আমরা ঝিনাইদহের ইতিহাস,ঐতিহ্য আপলোড করবো। ঝিনাইদহ জেলার ইতিহাস,ঐতিহ্য,ভ্রমন কাহিনী আপনিও দিতে পারেন। আমরা আপনার নামসহ এই সাইটে প্রকাশ করবো। আপনার লেখা আমরা প্রত্যাশা করছি। ইমেইল করুন: jhenaidahinfo@gmail.com

Sunday, January 6, 2019

ফায়ার সাভিসে ২১জন কর্মী নেবে

ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর বিভিন্ন পদে ২১জন কর্মী নিয়োগ করবে।
পদের নাম:
১.ওয়ারলেস মেকানিক: ২জন, বেতন ৯৭০০-২৩৪৯০/-। এইচএসসি পাশ।
২.সহকারী মেকানিক ৫ জন,  বেতন ৯৭০০-২৩৪৯০/-। এইচএসসি পাশ।
৩.অফিস সহকারী কাম কম্পিউটার অপরেটর: ৯ জন,   বেতন ৯৭০০-২৩৪৯০/-। এইচএসসি পাশ। কম্পিউটার টাইপে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজী ৩০ শব্দের গতি থাকতে হবে।
এছাড়াও ইলেকট্রিশিয়ান ১জন, বাবুর্চি ২ জন, সহকারী বাবুর্চি ১ জন এবং পরিচ্ছন্নতাকর্মী ১জন নিয়োগ করবে।
আবেদনের শেষ তারিখ: ১১/০১/২০১ইং।
আবেদনের সাথে ১০০টাকার ট্রেজারি চালান জমা দিতে হবে।
বিস্তারিত জানতে:www. fireservice.gov.bd ক্লিক করুন।
সুত্র: ডেইলি অবজারভার, ১৯ ডিসেম্বর ২০১৮

No comments:

Post a Comment