সকলকে ঝিনাইদহ ইনফো সাইটে স্বাগতম জানাচ্ছি। এই সাইটে আমরা ঝিনাইদহের ইতিহাস,ঐতিহ্য আপলোড করবো। ঝিনাইদহ জেলার ইতিহাস,ঐতিহ্য,ভ্রমন কাহিনী আপনিও দিতে পারেন। আমরা আপনার নামসহ এই সাইটে প্রকাশ করবো। আপনার লেখা আমরা প্রত্যাশা করছি। ইমেইল করুন: jhenaidahinfo@gmail.com

Sunday, January 6, 2019

মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি ২০১৮

মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি ২০১৮ এর কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ২০১৮ সালে জেএসসি/এসএসসি/এইচএসসি এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নিকট হতে আবেদন সংগ্রহের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ০৬ জানুয়ারী ২০১৯ তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায়।

বৃ্ত্তির মেয়াদ: ১ বছর।

বৃ্ত্তির পরিমান:
জেএসসি/সমমান: মাসিক ১০০০/- টাকা সর্বমোট: ১২০০০/-টাকা
এসএসসি/সমান: মাসিক ১২৫০/- টাকা, সর্বমোট: ১৫০০০/- টাকা।
এইচএসসি/সমান: মাসিক ১৭৫০/- টাকা, সর্বমোট: ২১০০০/- টাকা।

 আবেদনের যোগ্যতা:
১.আবেদনকারী/শিক্ষার্থীর পরিবারের বছরের আয় ৭০ হাজার টাকার নিচে হতে হবে।
২.আবেদনকারী/শিক্ষার্থীকে ২০১৮ সালে ন্যুনতম সিজিপিএ ৪.৫০ পেতে হবে।

 বৃত্তির জন্য আবেদনপত্র প্রাপ্ত স্থান:
 মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর যে কোন শাখা অথবা  www.mblbd.com এই ঠিকানায়।
 শেষ তারিখ:
 ৩১ জানুয়ারী ২০১৯।

No comments:

Post a Comment