মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি ২০১৮ এর কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ২০১৮ সালে জেএসসি/এসএসসি/এইচএসসি এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নিকট হতে আবেদন সংগ্রহের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ০৬ জানুয়ারী ২০১৯ তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায়।
বৃ্ত্তির মেয়াদ: ১ বছর।
বৃ্ত্তির পরিমান:
জেএসসি/সমমান: মাসিক ১০০০/- টাকা সর্বমোট: ১২০০০/-টাকা
এসএসসি/সমান: মাসিক ১২৫০/- টাকা, সর্বমোট: ১৫০০০/- টাকা।
এইচএসসি/সমান: মাসিক ১৭৫০/- টাকা, সর্বমোট: ২১০০০/- টাকা।
আবেদনের যোগ্যতা:
১.আবেদনকারী/শিক্ষার্থীর পরিবারের বছরের আয় ৭০ হাজার টাকার নিচে হতে হবে।
২.আবেদনকারী/শিক্ষার্থীকে ২০১৮ সালে ন্যুনতম সিজিপিএ ৪.৫০ পেতে হবে।
বৃত্তির জন্য আবেদনপত্র প্রাপ্ত স্থান:
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর যে কোন শাখা অথবা www.mblbd.com এই ঠিকানায়।
শেষ তারিখ:
৩১ জানুয়ারী ২০১৯।
বৃ্ত্তির মেয়াদ: ১ বছর।
বৃ্ত্তির পরিমান:
জেএসসি/সমমান: মাসিক ১০০০/- টাকা সর্বমোট: ১২০০০/-টাকা
এসএসসি/সমান: মাসিক ১২৫০/- টাকা, সর্বমোট: ১৫০০০/- টাকা।
এইচএসসি/সমান: মাসিক ১৭৫০/- টাকা, সর্বমোট: ২১০০০/- টাকা।
আবেদনের যোগ্যতা:
১.আবেদনকারী/শিক্ষার্থীর পরিবারের বছরের আয় ৭০ হাজার টাকার নিচে হতে হবে।
২.আবেদনকারী/শিক্ষার্থীকে ২০১৮ সালে ন্যুনতম সিজিপিএ ৪.৫০ পেতে হবে।
বৃত্তির জন্য আবেদনপত্র প্রাপ্ত স্থান:
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর যে কোন শাখা অথবা www.mblbd.com এই ঠিকানায়।
শেষ তারিখ:
৩১ জানুয়ারী ২০১৯।
No comments:
Post a Comment