সকলকে ঝিনাইদহ ইনফো সাইটে স্বাগতম জানাচ্ছি। এই সাইটে আমরা ঝিনাইদহের ইতিহাস,ঐতিহ্য আপলোড করবো। ঝিনাইদহ জেলার ইতিহাস,ঐতিহ্য,ভ্রমন কাহিনী আপনিও দিতে পারেন। আমরা আপনার নামসহ এই সাইটে প্রকাশ করবো। আপনার লেখা আমরা প্রত্যাশা করছি। ইমেইল করুন: jhenaidahinfo@gmail.com

Saturday, January 5, 2019

শক্তি ফাউন্ডেশন কর্মী নেবে ৬৪৫ জন

বেসরকারি উন্নয়ণ সংস্থা শক্তি ফাউন্ডেশন বিভিন্ন পদে ৬৪৫ জন লোক  নেবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পদের নাম:
১. এরিয়া সুপারভাইজার, সংখ্যা: ৩০ জন, বেতন ৩০০০০-৮০০০০/- টাকা।
২.শাখা ব্যবস্থাপক, সংখ্যা ৬০ জন। বেতন: ২০০০০-৩০০০০/- টাকা।
৩. শিক্ষানবিশ শাখা ব্যবস্থাপক:" ৫০ জন, বেতন: ১৮০০০-২২৪২৮/- টাকা।
৪. সিনিয়র ক্রেডিট অফিসার: ১০০ জন, বেতন ১৫০০০-২০০০০/- টাকা।
৫. ক্রেডিট অফিসার,(মাঠ কর্মী) : ৪০০ জন, বেতন: ১৩৫০০-১৪৬৪৮/- টাকা।
 আবেদনের শেষ তারিখ: ৩০ জানুয়ারী ২০১৯ ইং।
ঠিকানা: সিনিয়র ডিরেক্টর, এইচ আর ডিপার্টমেন্ট,শক্তি ফাউন্ডেশন, বাড়ি নং, ৪, রোড নং: ১ (মেইন রোড), ব্লক: -এ, সেকশন-১১, পল্লবী, মিরপুর,ঢাকা: ১২১৬।
সুত্র: দৈনিক ইত্তেফাক, ২৮ ডিসেম্বর ২০১৮ইং।

No comments:

Post a Comment