সকলকে ঝিনাইদহ ইনফো সাইটে স্বাগতম জানাচ্ছি। এই সাইটে আমরা ঝিনাইদহের ইতিহাস,ঐতিহ্য আপলোড করবো। ঝিনাইদহ জেলার ইতিহাস,ঐতিহ্য,ভ্রমন কাহিনী আপনিও দিতে পারেন। আমরা আপনার নামসহ এই সাইটে প্রকাশ করবো। আপনার লেখা আমরা প্রত্যাশা করছি। ইমেইল করুন: jhenaidahinfo@gmail.com

Monday, November 11, 2024

এক নজরে কালীগঞ্জ উপজেলার ৭নং রায়গ্রাম ইউনিয়ন পরিষদ

কালের স্বাক্ষী বহনকারী চিত্রা নদীর তীরে গড়ে  উঠা কালীগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ৭নং রায়গ্রাম ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ ৭নং রায়গ্রাম ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।



) নাম ৭নং রায়গ্রাম ইউনিয়ন পরিষদ।

) আয়তন ১৪.৭০ (বর্গ কিঃ মিঃ)

) লোকসংখ্যা ২০৮৭৩ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

) গ্রামের সংখ্যা ২২ টি।

) মৌজার সংখ্যা টি।

) হাট/বাজার সংখ্যা - টি।

) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম সিএনজি/রিক্সা,মোটর জান।

) শিক্ষার হার ৪৯% (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৭টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৮টি,     

    উচ্চ বিদ্যালয়ঃ ৬টি,

    মাদ্রাসা- ১টি।

) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- টি।

) ঐতিহাসিক/পর্যটন স্থান নাই।

) ইউপি ভবন স্থাপন কাল ১৬/১০/২০০৬ইং।

) নব গঠিত পরিষদের বিবরণ

                                    ) শপথ গ্রহণের তারিখ ০১/০৬/২০১১ইং

                                    ) প্রথম সভার তারিখ ১২/০৭/২০১১ ইং

                                   ) মেয়াদ উর্ত্তীনের তারিথ ২৭/০৭/২০১৬ইং

) গ্রাম সমূহের নাম

                      বড় রায়গ্রাম           দুলালমুন্দিয়া          ভাতঘরা          জটারপাড়া

                     খামার মুন্দিয়া          খোর্দ্দ রায়গ্রাম         দয়াপুর          দেবরাজপুর

                     বুজরুক মুন্দিয়া         সিংগী                 বনখির্দ্দা          ফরিয়াদকাটি

                     আগমুন্দিয়া              মেগুরখির্দ্দা           ইছাখালী

                     বুজিডাঙ্গা মুন্দিয়া       গোমরাইল          একতারপুর

                    হাজিপুর মুন্দিয়া         ভাটাডাঙ্গা           ঘোপপাড়া

 

No comments:

Post a Comment