ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হাকিমপুর গ্রামে মঙ্গলবার (১১ ফেব্রয়ারি) সকালে বিএনপি সমর্থিত দুটি সামাজিক দলের মধ্যে সংঘর্ষে মোশাররফ হোসেন (৪২) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের আহত হয়েছেন ৭ জন।
আহতরা হলেন, হাকিমপুর গ্রামের খাবির মন্ডলের ছেলে নাসির উদ্দীন, হানেফ আলী, আব্দুল খালেক, বিলাত আলীর ছেলে আরব আলী, আব্দুল খালেকের ছেলে রবিণ, আব্দুস সোবাহানের ছেলে কাওছার মন্ডল ও তার ভাই আব্দুল আলীমকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নাসির উদ্ধনি ও কওছার আলীর অবস্থা গুরুতর বলে জানা গেছে।
স্থানীয় চাঁদপুর ইউনিয়নের মেম্বর আশরাফ উদ্দীন স্বপন জানান, সামাজিক দ্বন্দের জের ধরে সোমবার রাতে বিএনপির দেলোয়ার হোসেন দলু ও সাঈদ সমর্থিক সামাজিক দলের মধ্যে মারামারি হয়। এ ঘটনার জের ধরে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে হাকিমপুর গ্রামের ব্রীজের উপর দুই গ্রæপের সংঘর্ষ বেধে যায়। আহতদের মধ্যে দলু গ্রæপের ৫ জন ও সাঈদ গ্রুপের দুইজন রয়েছে। গ্রামবাসি জানায়, ধর্মসভায় অতিথি করা নিয়ে দুই গ্রæপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
হরিণাকুন্ডু থানার ওসি এম এ রউফ খান জানান, তুচ্ছ ঘটনা নিয়ে একই পরিবারের মধ্যে বিরোধ ছিল। এ ঘটনায় মোশাররফ হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করা হলে হাসপাতালে তিনি মারা যান। তিনি বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
No comments:
Post a Comment