সকলকে ঝিনাইদহ ইনফো সাইটে স্বাগতম জানাচ্ছি। এই সাইটে আমরা ঝিনাইদহের ইতিহাস,ঐতিহ্য আপলোড করবো। ঝিনাইদহ জেলার ইতিহাস,ঐতিহ্য,ভ্রমন কাহিনী আপনিও দিতে পারেন। আমরা আপনার নামসহ এই সাইটে প্রকাশ করবো। আপনার লেখা আমরা প্রত্যাশা করছি। ইমেইল করুন: jhenaidahinfo@gmail.com

Monday, February 10, 2025

ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামী’র সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা

 ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (৯ ফেব্রুয়ারি) মাগুরা জেলায় অনুষ্ঠিত নির্বাচন প্রতিনিধি সম্মেলন থেকে আগামী সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

 

দলটির পক্ষ থেকে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামী যশোর-কুষ্টিয়া অঞ্চলের প্রধান ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হুসাইন।। শৈলকুপা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক এএসএম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শৈলকুপা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক এ এস এম মতিউর রহমান জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশেই সংগঠনের পক্ষ থেকে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। তারই অংশ হিসেবে ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষিত হয়েছে।

ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক এএসএম মতিয়ার রহমান সম্ভাব্য দলীয় প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছেন।

ঝিনাইদহ-২ (সদর ও হরিণাকুন্ডু) আসনে জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আজম মো. আবুবকর সম্ভাব্য দলীয় প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছেন।

ঝিনাইদহ -৩ (কোটচাঁদপুর ও মহেশপুর) আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী হিসেবে কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যাপক মতিয়ার রহমান সম্ভাব্য দলীয় প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছেন।

এছাড়াও ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে কালীগঞ্জ উপজেলা জামায়াতে আমীর মাওলানা আবু তালেব এর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আজম মো. আবুবকর বলেন, দলীয় ভাবে সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে পর্যালোচনার পরে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। দুর্নীতিমুক্ত, শোষণ-পীড়নমুক্ত, মাদক-সন্ত্রাসমুক্ত মানবিক ঝিনাইদহ গড়ার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আমাদের লক্ষ্য। ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। শহিদ ছাত্র-জনতা ও দেশবাসীর আকাঙ্খা পূরণে আমরা কাজ করতে চাই। এজন্য ঝিনাইদহবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।

No comments:

Post a Comment