সকলকে ঝিনাইদহ ইনফো সাইটে স্বাগতম জানাচ্ছি। এই সাইটে আমরা ঝিনাইদহের ইতিহাস,ঐতিহ্য আপলোড করবো। ঝিনাইদহ জেলার ইতিহাস,ঐতিহ্য,ভ্রমন কাহিনী আপনিও দিতে পারেন। আমরা আপনার নামসহ এই সাইটে প্রকাশ করবো। আপনার লেখা আমরা প্রত্যাশা করছি। ইমেইল করুন: jhenaidahinfo@gmail.com

Tuesday, April 30, 2024

এক নজরে ঝিনাইদহের ৬৭টি ইউনিয়ন পরিষদের নাম জানুন

ঝিনাইদহ জেলায় মোট ৬৭টি ইউনিয়ন পরিষদ আছে। তম্মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ১৭টি, কালীগঞ্জ উপজেলায় ১১টি, কোটচাঁদপুর উপজেলায় ৫টি, মহেশপুর উপজেলায় ১২টি, শৈলকুপা উপজেলায় ১৪টি এবং হরিণাকুন্ডু উপজেলায় ৮টি ইউনিয়ন রয়েছে।

১জন চেয়ারম্যান, ৩ জন মহিলা সদস্য ও ৯ জন মেম্বর নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত।

ঝিনাইদহ সদর উপজেলাঃ  

 

উপজেলা

ইউনিয়ন সমূহের নাম

ঝিনাইদহ সদর

(১৭ টি ইউনিয়ন)

সাধুহাটী

পোড়াহাটী

পদ্মাকর

মধুহাটী

দোগাছি

সুরাট

সাগান্না

ফুরসুন্দি

ঘোড়শাল

হলিধানী

কালীচরণপুর

নলডাঙ্গা

কুমড়াবাড়ীয়া

হরিশংকরপুর

গান্না

পাগলাকানাই

মহারাজপুর

 

 

কালীগঞ্জ উপজেলাঃ

 

উপজেলা

ইউনিয়ন সমূহের নাম

কালীগঞ্জ 
(
১১ টি ইউনিয়ন)

সুন্দরপুর-দূর্গাপুর

কাষ্টভাঙ্গা

রাখালগাছি

কোলা

নিয়ামতপুর

মালিয়াট

জামাল

রায়গ্রাম

বারবাজার

সিমলারোকনপুর

ত্রিলোচনপুর

 

 

কোটচাঁদপুর উপজেলাঃ

 

উপজেলা

ইউনিয়ন সমূহের নাম

কোটচাঁদপুর

(০৫ টি ইউনিয়ন)

সাবদালপুর

কুশনা

বলুহর

দোড়া

এলাঙ্গি

 

 

মহেশপুর উপজেলাঃ

 

উপজেলা

ইউনিয়ন সমূহের নাম

মহেশপুর

(১২ টি ইউনিয়ন)

এস,বি,কে

পান্তাপাড়া

স্বরুপপুর

ফতেপুর

শ্যামকুড়

নেপা

কাজীরবেড়

বাঁশবাড়ীয়া

যাদবপুর

যাদবপুর

মান্দারবাড়ীয়া

আজমপুর

 

শৈলকুপা উপজেলাঃ

 

উপজেলা

ইউনিয়ন সমূহের নাম

শৈলকুপা

(১৪ টি ইউনিয়ন)

ত্রিবেনী

মির্জাপুর

দিগনগর

কাচেঁরকোল

সারুটিয়া

আবাইপুর

ধলহরাচন্দ্র

মনোহরপুর

হাকিমপুর

দুধসর

ফুলহরি

বগুড়া

নিত্যানন্দপুর

উমেদপুর

 

 

হরিণাকুন্ডু উপজেলাঃ

 

উপজেলা

ইউনিয়ন সমূহের নাম

হরিণাকুন্ডু

(০৮ টি ইউনিয়ন)

ভায়না

কাপাশহাটিয়া

জোড়াদহ

চাঁদপুর

রঘুনাথপুর

ফলশী

দৌলতপুর

তাহেরহুদা

 


No comments:

Post a Comment