১। আশুর হাট পাখির গ্রাম
শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নে আশুরহাট গ্রামে অবস্থিত।শৈলকুপা থেকে ভ্যাট, ইজিবাইক, মোটরসাইকেল, মাইক্রোবাস ইত্যাদিযোগে ৩০ মিনিটে আশুরহাট পৌঁছানো সম্ভব।
২। কবি গোলাম মোস্তফার বাড়ি:
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মনোহর পুর গ্রামে কবি গোলাম মোস্তফার বাড়ী অবস্থিত।ঝিনাইদহ জেলা সদর হতে সড়ক পথে বাস অথবা সিএনজি যোগে শৈলকুপা যেতে হবে এবং সেখান থেকে রিক্সা অথবা ভ্যান যোগে মনোহর পুর গ্রামে যাওয়া যায়। উপজেলা সদর থেকে দূরত্ব মাত্র ৩ কিলোমিটার।
৩। কামান্না ২৭ শহীদের মাজার:
কামান্না, শৈলকুপা, ঝিনাইদহ। শৈলকুপা শহর থেকে ১৫ কিঃ মিঃ দুর্বতি স্থানে কামান্না ২৭ শহিদ মাজার অবস্থিত সড়ক পথে বাসে অথবা বেবিচেক্সিতে সেখানে যাওয়া যাবে।
৪। শৈলকুপা শাহী মসজিদ:
শৈলকুপা শহর থেকে কাতলাগাড়ি সড়কে সাওয়ার পথে প্রায় ১ কিলোমিটার দূরে রাস্তার বামে অবস্থিত। শৈলকুপা শহর হতে ১ কিঃ মিঃ দুরে শৈলকুপা শাহী মসজিদ অবস্থিত। শৈলকুপা শহর হতে রিকসা বা ভ্যান যোগে শাহী মসজিদে যাওয়া যাবে।
No comments:
Post a Comment