সকলকে ঝিনাইদহ ইনফো সাইটে স্বাগতম জানাচ্ছি। এই সাইটে আমরা ঝিনাইদহের ইতিহাস,ঐতিহ্য আপলোড করবো। ঝিনাইদহ জেলার ইতিহাস,ঐতিহ্য,ভ্রমন কাহিনী আপনিও দিতে পারেন। আমরা আপনার নামসহ এই সাইটে প্রকাশ করবো। আপনার লেখা আমরা প্রত্যাশা করছি। ইমেইল করুন: jhenaidahinfo@gmail.com

Monday, August 24, 2020

আরিফ হোসেনের কবিতা

রাজনীতি

---- আরিফ হোসেন

ভোট স্বাধীন-সুরভির মন মাতানো গন্ধ,

ভোট ছাড়া জাতির পরিচিতি অন্ধ

ভোট নিজের অধিকার,

ক্ষমতা বিবেকের ব্যাবহার

জনকল্যাণে এগিয়ে গেলে,

ভোট হাসিল হয় সযতনে

মানুষ যদি মানুষের জন্য,

রাজনীতি নিজ বিকাশে ধন্য

ভোটের সময় ছল- চাতুরী,

ক্ষমতা পেলে বাহাদুরী

প্রার্থীগন সব টেকনিকে চলে,

সাধারণ মানুষের কাছে সাধু বেশে

ভোটের মাঠে মারামারি,

হয়তো জিত বা হয়রানি

প্রার্থীগন সব আশ্বাস দেয়

ক্ষমতা লাভের সুযোগ নেয়

ক্ষমতার পরে চেয়ারে বসে,

অবিচার চালায় খুব সহজে

রাজনীতিতে আদর্শ থাকলে,

উন্নয়ন দেখা যায় সমাজ বদলে 

(কবিতা কবির নিজ্ব লেখা। এর জন্য ঝিনাইদহ ইনফো কর্তৃপক্ষ দায়ি নহে)

No comments:

Post a Comment