(কবি-আরিফ হোসেন)
বাংলার সুযোগ্য সন্তান,
বাঙালিদের নয়নের মনি
মুজিবুর রহমান।
হাজার বছরের মহান বাঙালী,
বঙ্গবন্ধু বাংলা -মায়ের অমর বীর ও রনকৌশলী।
স্বাধীনতা লাভে বঙ্গবন্ধুর অবদান,
বঙ্গবন্ধুর প্রানপন ভালবাসায় তা আযান।
সব বিধানের মন -মাতানো আলোতে,
বঙ্গবন্ধুর কাজ মহা-সাধনে।
মনে ছিল আলোকিত নিয়ত,
মিলেছে তা সকল কাজে মিলবে চির- জীবন।
নিজের জীবনের ঝুকি নিয়ে,
বাংলা মা-কে করেছে সাধীন চিরতরে।
(কবিতা কবির নিজস্ব মন্তব্য,এর জন্য JHENAIDAHINFO দায়ী নহে)
No comments:
Post a Comment