সকলকে ঝিনাইদহ ইনফো সাইটে স্বাগতম জানাচ্ছি। এই সাইটে আমরা ঝিনাইদহের ইতিহাস,ঐতিহ্য আপলোড করবো। ঝিনাইদহ জেলার ইতিহাস,ঐতিহ্য,ভ্রমন কাহিনী আপনিও দিতে পারেন। আমরা আপনার নামসহ এই সাইটে প্রকাশ করবো। আপনার লেখা আমরা প্রত্যাশা করছি। ইমেইল করুন: jhenaidahinfo@gmail.com

Thursday, August 20, 2020

আরিফ হোসেনের কবিতা

 বঙ্গবন্ধুর মহত্ত্ব

(কবি-আরিফ হোসেন)
বাংলার সুযোগ্য সন্তান,
বাঙালিদের নয়নের মনি  
মুজিবুর রহমান। 
হাজার বছরের মহান বাঙালী,
বঙ্গবন্ধু বাংলা -মায়ের অমর বীর ও রনকৌশলী।
স্বাধীনতা লাভে বঙ্গবন্ধুর অবদান, 
বঙ্গবন্ধুর  প্রানপন ভালবাসায় তা আযান।
সব বিধানের মন -মাতানো  আলোতে,
বঙ্গবন্ধুর কাজ মহা-সাধনে। 
মনে ছিল আলোকিত নিয়ত,
মিলেছে তা  সকল কাজে মিলবে চির- জীবন।
নিজের জীবনের ঝুকি নিয়ে,
বাংলা মা-কে করেছে সাধীন চিরতরে।

(কবিতা কবির নিজস্ব মন্তব্য,এর জন্য JHENAIDAHINFO দায়ী নহে)

No comments:

Post a Comment