সকলকে ঝিনাইদহ ইনফো সাইটে স্বাগতম জানাচ্ছি। এই সাইটে আমরা ঝিনাইদহের ইতিহাস,ঐতিহ্য আপলোড করবো। ঝিনাইদহ জেলার ইতিহাস,ঐতিহ্য,ভ্রমন কাহিনী আপনিও দিতে পারেন। আমরা আপনার নামসহ এই সাইটে প্রকাশ করবো। আপনার লেখা আমরা প্রত্যাশা করছি। ইমেইল করুন: jhenaidahinfo@gmail.com

Friday, August 14, 2020

কোটচাঁদপুরে পানিতে ডুবে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুরে পানিতে ডুবে জাকারিয়া হোসেন (১০) ও মিশন হোসেন (১০) নামের দুই মাদরাসা শিড়্গার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পুলিশ উপজেলার বহিরগাছি রাজাপুর গ্রামের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। জাকারিয়া কোটচাদপুর উপজেলার বলুহর গ্রামের ঢালীপাড়ার বাহার আলীর ছেলে এবং মিশন কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রামের ফুরকান আলীর ছেলে। নিহত দু’জনই রাজাপুর হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিল।

কোটচাদপুর থানার ওসি  জানান, বৃহস্পতিবার বিকালে অন্য শিড়্গার্থীদের সাথে জাকারিয়াও মিশন গোসল করতে যায়। গোসল শেষে মাদরাসা ফিরে আসলেও জাকারিয়া ও মিশন তাদের জুতা ফেলে রেখে আসে। পরে জুতা আনতে গিয়ে নিখোঁজ হয়। সন্ধার পরে ফিরে না আসায় অনেক খোজাখুজি করেও পাওয়া যায়নি। শুক্রবার সকালে মাদরাসার পাশের ওই পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে স'ানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস'লে পৌছে তাদের মরদেহ উদ্ধার করে। 


No comments:

Post a Comment