আটককৃতরা হলো লাইলি খাতুন (৭০), নাজমুল হাসান (১৮), মনিরুল ইসলাম (২৬), মাছুরা খাতুন (২১) ,জিসান বাবু (৪), আমির হোসেন (৩০), রেখা খাতুন (২৮), ছামাউল হোসেন (৯), রাহাত হোসেন (৬)। তাদের বাড়ি নড়াইল জেলার মধ্যপল্লীতে।
বর্ডার গার্ড ব্যাটালিয়ন ৫৮ বিজিবির পক্ষে মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, ৩জন শিশু, ৩জন নারী এবং ৩জনপুরুষসহ ৯জনকে বিজিবি আটক করেছে। তাদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
No comments:
Post a Comment