সকলকে ঝিনাইদহ ইনফো সাইটে স্বাগতম জানাচ্ছি। এই সাইটে আমরা ঝিনাইদহের ইতিহাস,ঐতিহ্য আপলোড করবো। ঝিনাইদহ জেলার ইতিহাস,ঐতিহ্য,ভ্রমন কাহিনী আপনিও দিতে পারেন। আমরা আপনার নামসহ এই সাইটে প্রকাশ করবো। আপনার লেখা আমরা প্রত্যাশা করছি। ইমেইল করুন: jhenaidahinfo@gmail.com

Sunday, August 16, 2020

মহেশপুরে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেসের সময় নারী-শিশুসহ ৯জন আটক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডা্গংা সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেসের সময় নারী,শিশুসহ ৯জনকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি। গতকাল রাতে বাঘাডা্গংা বিওপির দায়িত্বপুর্ণ এলাকা সীমান্ত পিলার ৬০/৭৫ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো লাইলি খাতুন (৭০), নাজমুল হাসান (১৮), মনিরুল ইসলাম (২৬), মাছুরা খাতুন (২১) ,জিসান বাবু (৪), আমির হোসেন (৩০), রেখা খাতুন (২৮), ছামাউল হোসেন (৯), রাহাত হোসেন (৬)। তাদের বাড়ি নড়াইল জেলার মধ্যপল্লীতে।

বর্ডার গার্ড ব্যাটালিয়ন ৫৮ বিজিবির পক্ষে মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, ৩জন শিশু, ৩জন নারী এবং ৩জনপুরুষসহ ৯জনকে বিজিবি আটক করেছে। তাদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।


No comments:

Post a Comment