একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগ, বিএনপিসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা ফরম সংগ্রহ করছেন। ঝিনাইদহের ৬টি উপজেলা নিয়ে ৪টি সংসদীয় আসন। ঝিনাইদহে ৪টি আসনে আওয়ামী লীগের নৌকার মাঝি হতে চান ৫৯ জন। অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ মার্কা নিয়ে লড়তে চান ২৭ জন প্রার্থী।
ঝিনাইদহ-১ আসন (শৈলকুপা উপজেলা):
আওয়ামীলীগ:
ঝিনাইদহের ৪টি আসনের মধ্যে এই আসন থেকে সবচেয়ে বেশি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মোট ২৬ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এই আসন থেকে যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান এমপি আব্দুল হাই, ঢাকা মিরপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আজাদুল কবির সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দ্দার, কৃষক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম দুলাল, আসাফো’র সভাপতি সাইদুর রহমান সজল, সাবেক কূটনৈতিক ওয়ালিউর রহমান হিটু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য আবেদ আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোক্তার আহমেদ মৃধা, জেলা আওয়ামী লীগের সদস্য তৈয়ব আলী জোয়ার্দ্দার, শৈলকুপা পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আশরাফুল আজম, শৈলকুপা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার মোশাররফ হোসেন, শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনোহপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, ধলহরাচন্দ্র ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস, কাঁচেরকোল ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন, ফুলহরি ইউপি চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল, ঝিনাইদহ সিটি কলেজের অধ্যক্ষ বাদশা আলম, বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা তোবারেক আলী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কামরুন্নাহার লিপি, ফেরদৌসি খাতুন, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, লিটন হোসেন ও মাসুদ রুমি।
বিএনপি:
ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির ৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এরা হলেন- শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আব্দুল ওহাব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা আসাদুজ্জামান আসাদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।
ঝিনাইদহ-২ আসন (হরিণাকুন্ডু ও সদরের আংশিক):
আওয়ামী লীগ:
এই আসন থেকে আওয়ামী লীগের ৮ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে স্ব স্ব প্রার্থী সূত্রে জানা গেছে। এ আসন থেকে যারা মনোনয়ন নিয়েছেন- বর্তমান সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম অপু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কনক কান্তি দাস, ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ, সাবেক জেলা যুবলীগের সদস্য তাজমুল ইসলাম তাজু ও সাইফুল বারী।
বিএনপি:
এ আসন থেকে বিএনপির ২ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এরা হলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মসিউর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু।
ঝিনাইদহ-৩ আসন (কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা):
আওয়ামী লীগ:
এ আসন থেকে ১৭ জন নৌকার মাঝি হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। যারা মনোনয়ন ফরম নিয়েছেন- মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সাজ্জাতুজ জুম্মা, বর্তমান এমপি নবী নেওয়াজ, সাবেক এমপি শফিকুল আজম খান চঞ্চল, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামীদ, সাবেক (সংরক্ষিত মহিলা) এমপি পারভীন তালুকদার মায়া, সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল করিম টিটন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মালেক গাজী, বঙ্গবন্ধু আইনজীবি পরিষদের সদস্য ব্যারিষ্টার মোহাম্মদ আলী, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শরিফুননেছা মিকি, কেন্দ্রীয় যুবলীগ নেতা এমএম জামান মিল্লাত, রোকনুজ্জামান প্রিন্স, সাবেক যুবলীগ নেতা টি.এম আজিবার রহমান মোহন, মহেশপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আব্দুল হান্নান সানি ও জয় মামুন।
বিএনপি
এই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে ভোট যুদ্ধে নামতে চান ১৬ জন মনোনয়ন প্রত্যাশী। দলীয় সূত্রে পাওয়া যারা মনোনয়ন ফরম নিয়েছেন- উপজেলা বিএনপির উপদেষ্টা লতিফুর রহমান চৌধুরী, মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান মোমিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খাঁন শিমুল, নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক কন্ঠশিল্পী মনির খাঁন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, মহেশপুর পৌরসভার সাবেক মেয়র আমিরুল ইসলাম খান চুন্নু, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, কোটচাঁদপুর পৌরসভার সাবেক মেয়র সালাউদ্দিন বুলবুল সিডল, সাবেক ভাইস চেয়ারম্যান একরামুল হক, কোটচাঁদপুর যুবদল নেতা হায়দার আলী, মহেশপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি দবির হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি তারেকুজ্জামান তারেক, মহেশপুর বাশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আব্বাস আলী, মহেশপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ জামান মোহন ও মহেশপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহফুজুল হক বাবু।
ঝিনাইদহ-৪ আসন (কালীগঞ্জ ও সদরের আংশিক):
আওয়ামী লীগ:
ঝিনাইদহ-৪ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রার্থী হতে ৮ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন- সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান, বর্তমান সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, কেন্দ্রীয় বাস্তহারা লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন বাবু, কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, সাবেক ভাইস চেয়ারম্যান ডাঃ রাশেদ শমসের ও আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম মিন্টু।
বিএনপি:
আসন্ন একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থী হতে চান ৬ জন। ইতিমধ্যে তারা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যারা মনোনয়ন ফরম নিয়েছেন- জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাবেক এমপি শহীদুজ্জামান বেল্টু, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি হামিদুল ইসলাম হামিদ, সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, বিএনপি নেতা হারুন অর রশিদ, ছাত্রনেতা নাজিম মাহমুদ।

No comments:
Post a Comment