সকলকে ঝিনাইদহ ইনফো সাইটে স্বাগতম জানাচ্ছি। এই সাইটে আমরা ঝিনাইদহের ইতিহাস,ঐতিহ্য আপলোড করবো। ঝিনাইদহ জেলার ইতিহাস,ঐতিহ্য,ভ্রমন কাহিনী আপনিও দিতে পারেন। আমরা আপনার নামসহ এই সাইটে প্রকাশ করবো। আপনার লেখা আমরা প্রত্যাশা করছি। ইমেইল করুন: jhenaidahinfo@gmail.com
Showing posts with label ৯৪ সন্তান ও ৩৩জন নাতি নাতনি !!. Show all posts
Showing posts with label ৯৪ সন্তান ও ৩৩জন নাতি নাতনি !!. Show all posts

Tuesday, March 26, 2019

এক স্বামীর ৩৯ জন স্ত্রী , ৯৪ সন্তান ও ৩৩জন নাতি নাতনি !!

আমাদের সকলের মধ্যে আছে রেকর্ড গড়ার প্রবনতা। সবাই চাই এমন কিছু করতে যার কৃতিত্ব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। সে ছোট অক্ষরে লিখে হোক কিংবা বড় কিছু বানিয়ে। পৃথিবীতে বিভিন্ন বড় বড় বিল্ডিং, ব্রিজ ও সৌধ রয়েছে এই রেকর্ডের তালিকায়। আর সেখানে ভারতের এক ব্যক্তি অভিনব রেকর্ড গড়ে তুলেছেন। না কোন বড় বাড়ি কিংবা গাড়ি বানিয়ে নয়, সব থেকে বড় পরিবার বানিয়ে। নাম জিওনা চানা, ভারতের উত্তর পুর্বাঞ্চলীয় প্রদেশ মিজোরামের বাসিন্দা। পেষায় তিনি চাষবাস ও পশুপালন করেন।