শাহজাহান আলী বিপাশ,হরিনাকুন্ডু থেকে ফিরে: ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের বাওড় পাড়ের একটি গ্রাম হিজলী। গ্রামের প্রবেশদ্বারে লাগানো হয়েছে সুন্দর একটি বোর্ড। যেখানে লেখা আছে “স্বাগতম, স্মার্ট ভিলেজ হিজলী। এই গ্রাম বাল্য বিবাহমুক্ত,অপরাধমুক্ত, আত্মহত্যামুক্ত,স্বনির্ভর,ডিজিটাল এবং পরিবেশ বান্ধব। দারুন উদ্যোগ উপজেলা প্রশাসনের এটি। এক সময় এটি ছিল একটি চরমপন্থীদের অধিক্ষেত্র এবং বসবাসরত মানুষের সাথে উন্নয়নের স্রােতধারার সম্পৃক্ততা ছিল না বললেই চলে। বর্তমান সরকারের ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন এবং ডিজিটাল বাংলাদেশের ছোয়ায় এই ভীতি,কুসংস্কার এবং অন্ধকারাচ্ছন্ন জনপদ আলোর মুখ দেখলেও এখানকার মানুষ এখনো অপরাধপ্রবণ,শিক্ষাগ্রহনে অনাগ্রহী এবং প্রচলিত কৃষি নির্ভর সমাজ ব্যবস্থার যাবিত জীবনে অভ্যস্ত। আত্মহত্যার প্রবণতা, মাদকাসক্তি,স্মার্ট ফোনের যথেচ্ছাচার অপপ্রয়োগসহ সুদে কারবারি মরণ ফাদে। ৩৩৪টি পরিবার রয়েছে হিজলী গ্রামে। যেখানে ৪৯৩ জন পুরুষ ও ৫১৯ জন মহিলার বসবাস। এই গ্রামের ২৩৯জন পুরুষ এবং ২৬৮জন মহিলা লিখতে পড়তে পারে। যে গ্রামের মাত্র ২জন মহিলা ও ২জন পুরুষ চাকুরি করে। কৃষি কাজই গ্রামের মানুষের মুল পেশা। সব মিলিয়ে বলতে গেলে পিছিয়ে পড়া একটি গ্রাম হিজলী।