ঝিনাইদহ ও আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সার্কিট হাউজের বিভিন্ন শুন্য প অস্থায়ীভাবে পুরনের জন্য ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করেছে জেলা প্রশাসকের কার্যালয়। জেলা প্রশাসন ৪টি পদে ২০জনকে নিয়োগ দেবে। এর মধ্যে অফিস সহায়ক ৫জন, নিরাপত্তা প্রহরী ১০ জন, নিরাপত্তা প্রহরী (সার্কিট হাউজ) ২ জন, পরিচ্ছননতা কর্মী ৩জন। বেতন (গ্রেড২০) ৮২৫০-২০০১০/- টাকা।