সময় সাধনে রত্ন
---আরিফ হোসেন
সময়ের গতি থামেনা জানি
সময়ের কাজ সময়ে মানি
বড় জিত হলো সময় সাধন
প্রতিষ্ঠিত রাখে এ বাঁধন।
জন্ম থেকে কর্ম তার ই ধন্য,
অলসতা দুর করে সে গন্য।
সব ধর্ম গ্রন্থ সময়ে গান,
সময়ের দাম অনেক মান।
সিড়ি বেয়ে যেতে হয় যে উপরে,
সোনা জ্যোতি সময়ের রুপরে।
রাত থেকে দিন সময়ে টান,
সময়ের রুপ জাদু স্বগান।
সুখী ঘর বড় মাপে সাজানো,
রহমত আসে প্রেমে বাজানো।
সময়ের সফলতা কাজে তে,
সময়ের বিফলতা বাজে তে।
No comments:
Post a Comment