সকলকে ঝিনাইদহ ইনফো সাইটে স্বাগতম জানাচ্ছি। এই সাইটে আমরা ঝিনাইদহের ইতিহাস,ঐতিহ্য আপলোড করবো। ঝিনাইদহ জেলার ইতিহাস,ঐতিহ্য,ভ্রমন কাহিনী আপনিও দিতে পারেন। আমরা আপনার নামসহ এই সাইটে প্রকাশ করবো। আপনার লেখা আমরা প্রত্যাশা করছি। ইমেইল করুন: jhenaidahinfo@gmail.com

Friday, September 15, 2023

যশোরে খাদ্যের নিরাপদতা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা-চুড়ামনকাঠি মাধ্যমিক বিদ্যালয়ে খাদ্যের নিরাপদতা বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প,খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে এবং বিসেফ ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল সকাল ১১টায় বিদ্যালয়ের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা নিরাপদ খাদ্য অফিসার নাজমুস সুলতানা সীমা। 


সভাপতিত্ব করেন ছাতিয়ানতলা-চুড়ামনকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফজলুর রহমান। নিরাপদ খাদ্য নিয়ে মুল আলোচনা করেন বিসেফ ফাউন্ডেশনের ভলেন্টিয়ার ও হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ, উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি  মো: জাহাঙ্গীর হোসেন, প্রোগ্রাম অফিসার প্রত্যুষ বিশ^াস প্রমুখ।

কর্মশালায় নিরাপদ খাদ্য, কিভাবে খাবার নিরাপদ রাখা ও সংরক্ষণ, নিরাপদ খাদ্য কি, অনিরাপদ খাবার খেলে কি সমস্যা হয় এ সব বিষয়ে শিক্ষার্থীদের আলোচনা হয়। পরে নিরাপদ খাদ্য বিষয়ে কুইজ অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। কর্মশালায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনীর ১২০জন শিক্ষার্থী অংশ নেয়।


No comments:

Post a Comment