সকলকে ঝিনাইদহ ইনফো সাইটে স্বাগতম জানাচ্ছি। এই সাইটে আমরা ঝিনাইদহের ইতিহাস,ঐতিহ্য আপলোড করবো। ঝিনাইদহ জেলার ইতিহাস,ঐতিহ্য,ভ্রমন কাহিনী আপনিও দিতে পারেন। আমরা আপনার নামসহ এই সাইটে প্রকাশ করবো। আপনার লেখা আমরা প্রত্যাশা করছি। ইমেইল করুন: jhenaidahinfo@gmail.com

Sunday, November 6, 2022

মহেশপুরে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো তৈরি


প্রশাসন,জনপ্রতিনিধিদের কাছে আবেদন করে কোন কাজ না হওয়ায় ঝিনাইদহের মহেশপুরে কপোতাক্ষ নদের উপর নিজেরাই  উদ্যেগি হয়ে বাশের সাকো নির্মাণ করেছে গ্রামবাসী। প্রায় এক সপ্তাহ ধরে ২০/২৫জন মানুষ স্বেচ্ছাশ্রমে এই বাশের সাকো তৈরি  করেছেন। বাশের সাকোর কারনে কয়েক হাজার মানুষ স্বল্প সময়ে মহেশপুর শহরে যেতে পারবে। মহেশপুর উপজেলার কপোতাক্ষ নদে জুগিহুদা গ্রাম ও জলিলপুর গ্রামের মাঝামাঝি প্রায় ১২০ হাত দীর্ঘ এই বাশের  সেতুটি নির্মান করা হয়েছে।


জুগিহুদা গ্রামের আমির হোসেন জানান, কপোতক্ষ নদে উত্তর পাড়ে জুগিহুদা, ফতেপুর, কদমতলা, ষাড়াতলা, নিমতলাপাড়া,বেড়েরমাঠ গ্রাসহ আশেপাশের ১০ গ্রামের মানুষ বিশেষ করে শিক্ষার্থী,ব্যবসায়ীরা এই স্থানে নৌকায় করে পারপার হতেন। কিন্তু সম্প্রতি বেশ কয়েকটি দুর্ঘটনার কারনে তারা উদ্যেগি হন  একটি ব্রিজ নির্মানের।  প্রশাসন,জনপ্রতিনিধিসহ সকলে  দ্বারে তারা গেছেন কিন্তু একটি ব্রীজ করা হয়নি। এই এলাকার মানুষগুলোকে মহেশপুর শহরে যেতে হলে ৩/৪ কিলোমিটার ঘুরে যেতে হয়। যদি জলিলপুর- জুগিহুদা গ্রামের মাঝে  একটি ব্রীজ হতো তাহলে সকলের  জন্য উপকার হতো। বাধ্য হয়ে তারা নিজ উদ্যেগে বাশের সাকো তৈরি করছেন।



বাশের সাকো তৈরিতে স্বেচ্ছাশ্রম দেওয়া বৃদ্ধ আব্দুল মান্নান জানান, তারা এলাকার মানুষের কাছ থেকে বাশ,পেরেক চেয়ে নিয়ে এটি তৈরি করছেন। আর প্রায় ২০/২৫জন মানুষ সাত দিন  ধরে স্বেচ্ছাশ্রম দিয়ে এটি তৈরি করছেন। তিনি জানান, এইখানে একটি ব্রীজ হলে পাশ্ববর্তী জলিলপুর প্রাথমিক বিদ্যালয়,হাইস্কুল যেতে পারবে শিক্ষার্থীরা।

ভিডিও লিংক: https://fb.watch/gD40LiLGqE/





No comments:

Post a Comment