সকলকে ঝিনাইদহ ইনফো সাইটে স্বাগতম জানাচ্ছি। এই সাইটে আমরা ঝিনাইদহের ইতিহাস,ঐতিহ্য আপলোড করবো। ঝিনাইদহ জেলার ইতিহাস,ঐতিহ্য,ভ্রমন কাহিনী আপনিও দিতে পারেন। আমরা আপনার নামসহ এই সাইটে প্রকাশ করবো। আপনার লেখা আমরা প্রত্যাশা করছি। ইমেইল করুন: jhenaidahinfo@gmail.com

Tuesday, August 4, 2020

কালীগঞ্জে ২ লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার ॥ পুড়িয়ে করা হলো ভষ্ম

ঝিনাইদহ কালীগঞ্জে অবৈধ ক্যারেন্ট জাল বহন করার অপরাধে এক প্রাইভেট কারের মালিককে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। পরে উদ্ধাকৃত প্রায় ৫০ হাজার মিটার যার আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষাধিক টাকার নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ভষ্ম করা হয়েছে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সূবর্ণা রানী সাহা এ আদালত পরিচালনা করেন। 
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা জানান, মঙ্গলবার বেলা ৩ টার দিকে কালীগঞ্জ শহরে আসা একটি সন্দেহভাজন প্রাইভেট কার পুলিশ দিয়ে তল্লাশী করা হয়। এ সময় প্রায় ৫০ হাজার মিটার ২ লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে মটরযান আইনে ৭ হাজার ছাড়াও  মৎসরক্ষা ও সংরক্ষণ আইনে ১ হাজার মিলে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ভষ্ম করা হয়। এ সময় উপজেলা মৎস কর্মকর্তা সাইদুর রেজা,কৃষি কর্মকর্তা হুমায়ন কবির ,এমদাদ হোসেন উপস্থিত ছিলেন। 

No comments:

Post a Comment