সকলকে ঝিনাইদহ ইনফো সাইটে স্বাগতম জানাচ্ছি। এই সাইটে আমরা ঝিনাইদহের ইতিহাস,ঐতিহ্য আপলোড করবো। ঝিনাইদহ জেলার ইতিহাস,ঐতিহ্য,ভ্রমন কাহিনী আপনিও দিতে পারেন। আমরা আপনার নামসহ এই সাইটে প্রকাশ করবো। আপনার লেখা আমরা প্রত্যাশা করছি। ইমেইল করুন: jhenaidahinfo@gmail.com

Tuesday, July 14, 2020

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে ৭১৫ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি !

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
পদসমূহঃ
১। সিনিয়র নক্সাবিদ - ০৮ টি।
২। পরিসংখ্যান সহকারী - ১৩১ টি।
৩। জুনিয়র পরিসংখ্যান সহকারী - ১৪২ টি।
৪। সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর - ০১ টি।
৫। নক্সাবিদ - ১২ টি।
৬। ইনুমারেটর - ০৫ টি।
৭। এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিসটেন্ট - ২২ টি।


৮। হিসাবরক্ষক - ১৩ টি।
৯। সাঁট - মুদ্রাক্ষরিক কাম - কম্পিউটার অপারেটর - ০৯ টি।
১০। কম্পোজিটর - ০৪ টি।
১১। জুনিয়র নক্সাবিদ - ১৩ টি।
১২। ইলেক্ট্রিশিয়ান - ০৩ টি।
১৩। ডুয়েল ডাটা অপারেটর - ১৪ টি।
১৪। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক - ১৫ টি।
১৫। ডাটা এন্ট্রি / কন্ট্রোল অপারেটর - ২৬ টি।
১৬। গাড়িচালক - ০৪ টি।
১৭। সহকারী স্টোর কিপার - ০১ টি।
১৮। মেশিনম্যান - ০১ টি।
১৯। প্রুফ ম্যান - ০১ টি।
২০। চেইনম্যান - ২৩৪ টি এবং
২১। অফিস সহায়ক - ৫৬ টি।
পদ সংখ্যাঃ ৭১৫ টি
আবেদন ফীঃ ১১২ টাকা এবং ৫৬ টাকা।
আবেদন শুরুঃ ১৬/০৭/২০২০ ইং।
আবেদনের শেষ তারিখঃ ১৫/০৯/২০২০ ইং।
আবেদন লিংকঃ
http://bbs.teletalk.com.bd/
বিস্তারিত ১৪/০৭/২০২০ ইং তারিখের বাংলাদেশ প্রতিদিন এবং ডেইলি অবজারভার পত্রিকাঃ

No comments:

Post a Comment