সকলকে ঝিনাইদহ ইনফো সাইটে স্বাগতম জানাচ্ছি। এই সাইটে আমরা ঝিনাইদহের ইতিহাস,ঐতিহ্য আপলোড করবো। ঝিনাইদহ জেলার ইতিহাস,ঐতিহ্য,ভ্রমন কাহিনী আপনিও দিতে পারেন। আমরা আপনার নামসহ এই সাইটে প্রকাশ করবো। আপনার লেখা আমরা প্রত্যাশা করছি। ইমেইল করুন: jhenaidahinfo@gmail.com

Monday, July 27, 2020

ঝিনাইদহের খালিশপুরে BGB তে সৈনিক ভর্তি বিজ্ঞপ্তি


ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুরে ৫৮বিজিবি অধীনে সরকারি বীরশ্রেষ্ট শহীদ হামিদুর রহমান ডিগ্রী কলেজ,খালিশপুর,মহেশপুর মাঠে ঝিনাইদহ জেলার বাসিন্দাদের জন্য ৯৬তম ব্যাচে সিপাহী (জিডি) পদে পুরুষ প্রার্থী ভর্তি করা হবে। তারিখ: ১৪,১৪,১৫,১৬,১৭ এং ১৯ সেপ্টেম্বর ২০২০ তারিখে। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির ৬৯তম ব্যাচে সিপাহী পদে ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দারা  অংশ নিতে পারবে। যে সকল আগ্রহী প্রার্থী সকল শর্ত পুরণ সাপেক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ এ সিপাহী (জিডি) পুরষ পদে ভর্তির জন্য এসএমএস করেছেন এবং যারা ফিরতি  এসএমএস প্রাপ্ত হবেন শুধু মাত্র তাদের ভর্তি পরীক্ষার জন্য উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দৈনিক নবচিত্র পত্রিকায় গত ২৬ জুলাই ২০২০ ইং তারিখে প্রকাশিত হয়েছে।
কামরুল হাসান, পরিচালক,অধিনায়ক,৫৮বিজিবি।

No comments:

Post a Comment