ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুরে ৫৮বিজিবি
অধীনে সরকারি বীরশ্রেষ্ট শহীদ হামিদুর রহমান ডিগ্রী কলেজ,খালিশপুর,মহেশপুর মাঠে ঝিনাইদহ
জেলার বাসিন্দাদের জন্য ৯৬তম ব্যাচে সিপাহী (জিডি) পদে পুরুষ প্রার্থী ভর্তি করা হবে।
তারিখ: ১৪,১৪,১৫,১৬,১৭ এং ১৯ সেপ্টেম্বর ২০২০ তারিখে। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির
৬৯তম ব্যাচে সিপাহী পদে ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দারা অংশ নিতে পারবে। যে সকল আগ্রহী প্রার্থী সকল শর্ত
পুরণ সাপেক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ এ সিপাহী (জিডি) পুরষ পদে ভর্তির জন্য এসএমএস
করেছেন এবং যারা ফিরতি এসএমএস প্রাপ্ত হবেন
শুধু মাত্র তাদের ভর্তি পরীক্ষার জন্য উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। এ সংক্রান্ত
একটি বিজ্ঞপ্তি দৈনিক নবচিত্র পত্রিকায় গত ২৬ জুলাই ২০২০ ইং তারিখে প্রকাশিত হয়েছে।
কামরুল হাসান, পরিচালক,অধিনায়ক,৫৮বিজিবি।


No comments:
Post a Comment