সকলকে ঝিনাইদহ ইনফো সাইটে স্বাগতম জানাচ্ছি। এই সাইটে আমরা ঝিনাইদহের ইতিহাস,ঐতিহ্য আপলোড করবো। ঝিনাইদহ জেলার ইতিহাস,ঐতিহ্য,ভ্রমন কাহিনী আপনিও দিতে পারেন। আমরা আপনার নামসহ এই সাইটে প্রকাশ করবো। আপনার লেখা আমরা প্রত্যাশা করছি। ইমেইল করুন: jhenaidahinfo@gmail.com

Wednesday, February 12, 2020

কালীগঞ্জে ২৫জন শিক্ষক/কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি


আনোয়ারুল আজিম ও বদর উদ্দিন বিশেষ চাহিদা সম্পন্ন (অটিষ্টিক-প্রতিবন্ধি) বিদ্যালয়,ফয়লা,কালীগঞ্জ,ঝিনাইদহ। এর জন্য ৭টি পদে শিক্ষক ও কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দৈনিক নবচিত্র পত্রিকায় ১২ ফ্রেবুয়ারী ২০২০ ইং তারিখে।
পদের নাম:
১। সহকারী শিক্ষক/সহকারী থেরাপিষ্ট ০৫জন,
২। জুনিয়র শিক্ষক শরীরচর্চা ও সংগীত ০২ জন।
৩। অফিস সহকারী ০১ জন।
৪।সহারী থেরাপিষ্ট (ডিপ্লোমা) ০১ জন।
৫। শিক্ষা সহায়ক (আয়া) ১০ জন।
৬। ড্রাইভার (ভ্যান/অটো) ০৫ জন।
৭। নৈশ প্রহরী ০১ জন।
বিস্তারিত বিজ্ঞাপন দেখতে নিচে ক্লিক করুন


No comments:

Post a Comment