সকলকে ঝিনাইদহ ইনফো সাইটে স্বাগতম জানাচ্ছি। এই সাইটে আমরা ঝিনাইদহের ইতিহাস,ঐতিহ্য আপলোড করবো। ঝিনাইদহ জেলার ইতিহাস,ঐতিহ্য,ভ্রমন কাহিনী আপনিও দিতে পারেন। আমরা আপনার নামসহ এই সাইটে প্রকাশ করবো। আপনার লেখা আমরা প্রত্যাশা করছি। ইমেইল করুন: jhenaidahinfo@gmail.com

Thursday, January 23, 2020

শুধুমাত্র কালীগঞ্জের যুব/যুব মহিলা/ছাত্র/ছাত্রীদের বিজ্ঞপ্তি জন্য।। শুমারিকর্মী (গননাকারী ও সুপারভাইজার)নির্বাচন বিজ্ঞপ্তি প্রকাশ ।।


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন জনশুমারি ও গৃহগননা ২০২১ এর কার্যক্রমে তালিকাকারী/গননাকারী ও সুপারভাইজার পদে নির্বাচনের প্যানেল গঠনের লক্ষে নিম্নবর্ণিত শর্তে শুধুমাত্র ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার স্থায়ীভাবে বসবাসকারী বেকার যুব.যুব মহিলা এবং ছাত্র/ছাত্রীদের নিকট হতে দরখাস্ত আহবান করেছে উপজেলা প্রশাসন।
পদের নাম:
১। সুপারভাইজার, শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাশ,নিজস্ব স্মাটফোন থাকতে হবে। প্রশিক্ষণ ৪০০/- (প্রতিদিন) এবং পারিতোষিক: ৮৫০০/- টাকা (ভ্যাটসহ)

২।তালিকাকারী/গণনাকারী, শিক্ষাগতযোগ্যতা: কমপক্ষে এই্চএসসি পাশ। নিজস্ব স্মাটফোন থাকতে হবে। বসয়স ১৮-৩৫ বছরের মধ্যে।প্রশিক্ষণ ৪০০/- (প্রতিদিন) এবং পারিতোষিক: ৮০০০/- টাকা (ভ্যাটসহ)

আবেদন ফরম: kaliganj.jhenaidah.gov.bd  থেকে নামিয়ে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ জানুয়ারী ২০২০
বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন





No comments:

Post a Comment