বাংলাদেশ পরিসংখ্যান
ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন জনশুমারি ও গৃহগননা ২০২১ এর কার্যক্রমে তালিকাকারী/গননাকারী
ও সুপারভাইজার পদে নির্বাচনের প্যানেল গঠনের লক্ষে নিম্নবর্ণিত শর্তে শুধুমাত্র ঝিনাইদহ
জেলার কালীগঞ্জ উপজেলার স্থায়ীভাবে বসবাসকারী বেকার যুব.যুব মহিলা এবং ছাত্র/ছাত্রীদের
নিকট হতে দরখাস্ত আহবান করেছে উপজেলা প্রশাসন।
পদের নাম:
১। সুপারভাইজার,
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাশ,নিজস্ব স্মাটফোন থাকতে হবে। প্রশিক্ষণ ৪০০/-
(প্রতিদিন) এবং পারিতোষিক: ৮৫০০/- টাকা (ভ্যাটসহ)
২।তালিকাকারী/গণনাকারী,
শিক্ষাগতযোগ্যতা: কমপক্ষে এই্চএসসি পাশ। নিজস্ব স্মাটফোন থাকতে হবে। বসয়স ১৮-৩৫ বছরের
মধ্যে।প্রশিক্ষণ ৪০০/- (প্রতিদিন) এবং পারিতোষিক: ৮০০০/- টাকা (ভ্যাটসহ)
আবেদন ফরম:
kaliganj.jhenaidah.gov.bd থেকে নামিয়ে আবেদন
করতে হবে।
আবেদনের শেষ তারিখ:
৩০ জানুয়ারী ২০২০
বিস্তারিত জানতে
নিচে ক্লিক করুন
No comments:
Post a Comment