সকলকে ঝিনাইদহ ইনফো সাইটে স্বাগতম জানাচ্ছি। এই সাইটে আমরা ঝিনাইদহের ইতিহাস,ঐতিহ্য আপলোড করবো। ঝিনাইদহ জেলার ইতিহাস,ঐতিহ্য,ভ্রমন কাহিনী আপনিও দিতে পারেন। আমরা আপনার নামসহ এই সাইটে প্রকাশ করবো। আপনার লেখা আমরা প্রত্যাশা করছি। ইমেইল করুন: jhenaidahinfo@gmail.com

Friday, December 13, 2019

কালীগঞ্জে স্কুল ও কলেজে উপাধ্যক্ষ, গ্রন্থাগারিক,ল্যাবসহকারী নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ডিগ্রী কলেজ,শমশের নগর,ডাক- গৌরিনাথপুর,কালিগঞ্জ,ঝিনাইদহের জন্য উপাধ্যক্ষ-০১ জন, গ্রন্থাগারিক-০১ জন এবং
বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ)জনবলকাঠামো ও এম.পি.ও নীতিমালা-২০১৮ অনুযায়ী বৃদ্ধিপ্রাপ্ত নতুন পদ যথাক্রমে ল্যাব সহকারী (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) ০১ জন,ল্যাব সহকারী(২য় পদ) ০১ জন নিয়োগ দেওয়া হইবে। আগ্রহী প্রার্থীগণকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি, ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট ও প্রয়োজনীয় কাগজপত্রসহ অধ্যক্ষ বরাবর আবেদন করতে বলা হইল। উল্লেখ্য সকল প্রার্থীগনের বয়সসীমা অনুর্দ্ধ ৩৫ বছর।

অধ্যক্ষ,০১৭১৮৯২৪০৯৯
সুত্র: দৈনিক যায়যাদিন ও দৈনিক নবচিত্র। 
তারিখ: ১০.১২.১৯


No comments:

Post a Comment