সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ডিগ্রী কলেজ,শমশের নগর,ডাক- গৌরিনাথপুর,কালিগঞ্জ,ঝিনাইদহের জন্য উপাধ্যক্ষ-০১ জন, গ্রন্থাগারিক-০১ জন এবং
বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ)জনবলকাঠামো ও এম.পি.ও নীতিমালা-২০১৮ অনুযায়ী বৃদ্ধিপ্রাপ্ত নতুন পদ যথাক্রমে ল্যাব সহকারী (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) ০১ জন,ল্যাব সহকারী(২য় পদ) ০১ জন নিয়োগ দেওয়া হইবে। আগ্রহী প্রার্থীগণকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি, ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট ও প্রয়োজনীয় কাগজপত্রসহ অধ্যক্ষ বরাবর আবেদন করতে বলা হইল। উল্লেখ্য সকল প্রার্থীগনের বয়সসীমা অনুর্দ্ধ ৩৫ বছর।অধ্যক্ষ,০১৭১৮৯২৪০৯৯
সুত্র: দৈনিক যায়যাদিন ও দৈনিক নবচিত্র।
তারিখ: ১০.১২.১৯

No comments:
Post a Comment