সকলকে ঝিনাইদহ ইনফো সাইটে স্বাগতম জানাচ্ছি। এই সাইটে আমরা ঝিনাইদহের ইতিহাস,ঐতিহ্য আপলোড করবো। ঝিনাইদহ জেলার ইতিহাস,ঐতিহ্য,ভ্রমন কাহিনী আপনিও দিতে পারেন। আমরা আপনার নামসহ এই সাইটে প্রকাশ করবো। আপনার লেখা আমরা প্রত্যাশা করছি। ইমেইল করুন: jhenaidahinfo@gmail.com

Sunday, September 15, 2019

ঝিনাইদহ ডিসি অফিসে ৫টি পদে ১৭ জন নিয়োগ বিজ্ঞপ্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে (রাজস্ব শাখা) রাজস্ব প্রশাসনাধীন নিম্ন  বর্ণিত শুন্য পদে জাতীয় বেতন স্কেল ২০১৫১ অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  
পদের নাম: ও পদের সংখ্যা: 07


১।   নাজির-কাম-ক্যাশিয়ার ০৩জন। 
২।   সার্টিফিকিটে পেশকার ০৪ জন। 
৩।   সার্টিফিকেট সহকারী ০২ জন। 
৪।  ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী ০৭ জন। 
৫।   অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ০১ জন। 


বেতন স্কেল: গ্রেড-১৬( টাকা ৯৩০০-২২৪৯০)

আগামী ১৫ অক্টোবর ২০১৯ এর মধ্যে জেলা প্রশাসক,ঝিনাইদহ বরাবর ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।   নির্ধারিত আবেদন ফরমটি জেলা প্রশাসকের কার্যালয় এর রাজস্ব শাখা অথবা জেলা তথ্য বাতায়ন ওয়েব সাইট   অথবা    ওয়েব সাইট থেকে সংগ্রহ করতে পারবেন। 

তথ্য সুত্র: দৈনিক নবচিত্র, ১৫ সেপ্টেম্বর ২০১৯, ৩য় পাতায়। 

No comments:

Post a Comment