সকলকে ঝিনাইদহ ইনফো সাইটে স্বাগতম জানাচ্ছি। এই সাইটে আমরা ঝিনাইদহের ইতিহাস,ঐতিহ্য আপলোড করবো। ঝিনাইদহ জেলার ইতিহাস,ঐতিহ্য,ভ্রমন কাহিনী আপনিও দিতে পারেন। আমরা আপনার নামসহ এই সাইটে প্রকাশ করবো। আপনার লেখা আমরা প্রত্যাশা করছি। ইমেইল করুন: jhenaidahinfo@gmail.com

Friday, March 8, 2019

সরকারি ভাবে লটারিতে যারা কোরিয়াতে যেতে আগ্রহী তাদের জন্য

প্রতিবছরের ন্যায় এবার ও সরকারি ভাবে কোরিয়া যাবার লটারি ২০১৯ প্রকাশিত হয়েছে। অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে – ১২ মার্চ পর্যন্ত । অনলাইনে আবেদন করতে পারবেন এখান থেকে
ওয়েব সাইটে  http://eps.boesl.org.bd/
যারা অন লাইনের মাধ্যমে লটারিতে আবেদন করতে চান  তাদের পাসপোর্ট ও ছবি নিয়ে হাঙ্গার ফ্রি  ওয়ার্ল্ড কম্পিউটার সেন্টার,বলিদাপাড়া,কালীগঞ্জ,ঝিনাইদহ। এই ঠিকানায় আগামী ১১ মার্চ ২০১৯ সকাল ১০টার মধ্যে যোগাযোগ করতে পারেন।
বিস্তরিত জানতে নিচে ক্লিক করুন

কোরিয়ান সরকারের ইপিএস প্রোগামের আওতার শ্রমিক হিসাবে দক্ষিণ কোরিয়া যেতে, কোরিয়া সার্কুলার ২০১৯ হবে খুব শিগ্রই। এবছর দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য কোরিয়া ডিভি লটারি সার্কুলার ২০১৯ ঘোষণা করা হয়েছে গত ৫ই মার্চ ২০১৯।
গত বছর কোরিয়া সার্কুলার ২০১৮ তে উল্লেখ ছিল যে প্রাথমিক ভাবে ভাষা পরীক্ষার জন্য ৮৪০০ জন কে লটারির মাধ্যমে মনোনীত করা হবে। গত ৪ঠা মার্চ ২০১৮ রবিবার সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত আবেদন করেছিল ১ লক্ষ ৫০ হাজার প্রার্থী, বোয়েসেল এর ওয়েব সাইটে http://eps.boesl.org.bd/ এর মাধ্যমে। যার মধ্য থেকে কোরিয়া লটারি রেজাল্ট প্রকাশিত হবার পরে প্রাথমিক ভাবে লটারিতে বিজয়ী ঘোষণা করা হয় ৮৪০০ জন কে। এবছর কোরিয়া সার্কুলার ২০১৯ এর বিজ্ঞপ্তি বোয়েসেলের ওয়েবসাইট WWW.BOESL.ORG.BD মাধ্যমে প্রকাশিত হওয়ার সাথে সাথেই প্ল্যানেট বাংলায় প্রকাশ করা হয়েছে।
বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন

No comments:

Post a Comment