যশোরের শিশু
নিলয় ফাউন্ডেশন সিনিয়র শাখা ব্যবস্থাপক (পুরুষ) ২০ জন এবং ক্রেডিট অফিসার (পুরুষ/মহিলা)
১০০ জন নেবে। ১৯ ফেব্রুয়ারী দৈনিক গ্রামের কাগজ পত্রিকায় প্রতিষ্ঠানটি বিজ্ঞাপন প্রকাশ
করেছে।
১. সিনিয়র শাখা
ব্যবস্থাপক: ২০ জন, বেতন ২৬,১০৪ টাকা।
২. ক্রেডিট অফিসার,
১০০ জন, বেতন: ১৫,৩৬৪ টাকা।
আবেদনের শেষ তারিখ:
২৮ ফেব্রুয়ারী ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
ঠিকানা: শিশু
নিলয় ফাউন্ডেশন,২২/এ, মুজিব সড়ক,যশোর। বিস্তারিত জানতে: www.snf-bd.org
অথবা নিচে ক্লিক
করে সম্পুর্ণ বিজ্ঞপ্তিটি দেখুন:

No comments:
Post a Comment