সকলকে ঝিনাইদহ ইনফো সাইটে স্বাগতম জানাচ্ছি। এই সাইটে আমরা ঝিনাইদহের ইতিহাস,ঐতিহ্য আপলোড করবো। ঝিনাইদহ জেলার ইতিহাস,ঐতিহ্য,ভ্রমন কাহিনী আপনিও দিতে পারেন। আমরা আপনার নামসহ এই সাইটে প্রকাশ করবো। আপনার লেখা আমরা প্রত্যাশা করছি। ইমেইল করুন: jhenaidahinfo@gmail.com

Tuesday, February 19, 2019

শিশু নিলয় ফাউন্ডেশনে ১২০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি


যশোরের শিশু নিলয় ফাউন্ডেশন সিনিয়র শাখা ব্যবস্থাপক (পুরুষ) ২০ জন এবং ক্রেডিট অফিসার (পুরুষ/মহিলা) ১০০ জন নেবে। ১৯ ফেব্রুয়ারী দৈনিক গ্রামের কাগজ পত্রিকায় প্রতিষ্ঠানটি বিজ্ঞাপন প্রকাশ করেছে।
১. সিনিয়র শাখা ব্যবস্থাপক: ২০ জন, বেতন ২৬,১০৪ টাকা।
২. ক্রেডিট অফিসার, ১০০ জন, বেতন: ১৫,৩৬৪ টাকা।
আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারী ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
ঠিকানা: শিশু নিলয় ফাউন্ডেশন,২২/এ, মুজিব সড়ক,যশোর। বিস্তারিত জানতে:  www.snf-bd.org
অথবা নিচে ক্লিক করে সম্পুর্ণ বিজ্ঞপ্তিটি দেখুন:


No comments:

Post a Comment