সকলকে ঝিনাইদহ ইনফো সাইটে স্বাগতম জানাচ্ছি। এই সাইটে আমরা ঝিনাইদহের ইতিহাস,ঐতিহ্য আপলোড করবো। ঝিনাইদহ জেলার ইতিহাস,ঐতিহ্য,ভ্রমন কাহিনী আপনিও দিতে পারেন। আমরা আপনার নামসহ এই সাইটে প্রকাশ করবো। আপনার লেখা আমরা প্রত্যাশা করছি। ইমেইল করুন: jhenaidahinfo@gmail.com

Friday, November 23, 2018

কালীগঞ্জে চার সন্তানের জন্ম দিয়েছে গৃহবধু


ঝিনাইদহের কালীগঞ্জে মীরা খাতুন নামে এক গৃহবধু একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। শুক্রবার সকালে যশোরের একটি বেসরকারি হাসপাতালে মীরার অস্ত্রোপচার করে এই চার সন্তান বের করে আনা হয়। চার নবজাতকের মধ্যে তিনটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। মীরার স্বামী মাহবুবুর রহমান। তাদের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোবরডাঙ্গা গ্রামে। চিকিৎসক জানিয়েছেন মাহবুব-মীরা দম্পতির চার সন্তানই সুস্থ রয়েছেন।


চার সন্তানের মা মীরার বাবা ওলিয়ার রহমান জানান, বছর দুই আগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোবরডাঙ্গা গ্রামের তবিবর রহমানের ছেলে মাহবুবুর রহমান সবুজের সঙ্গে তার মেয়ে মীরা খাতুনের বিয়ে হয়। গর্ভধারণের পর থেকেই মেয়েটি ডাক্তার নিকুঞ্জ বিহারীর তত্ত্বাবধানে ছিল। শুক্রবার সকালে অস্ত্রোপচারের মাধ্যমে মীরা তিনটা মেয়ে ও একটি ছেলে শিশুর জন্ম দিয়েছে।
ডাক্তার নিকুঞ্জবিহারী গোলদার জানান, এক ঘণ্টার বেশি অপারেশনের মাধ্যমে চারটি শিশুকে পৃথিবীর আলোতে আনা হয়। প্রসূতি ও বাচ্চারা সবাই ভালো আছে বলেও জানান এই চিকিৎসক।

No comments:

Post a Comment