যশোরের শিশু
নিলয় ফাউন্ডেশন ৪টি পদে প্রায় ১৩৫জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।৭ অক্টোবর
২০১৮ তারিখে যশোরের গ্রামের কাগজ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মতে সংস্থাটি সমৃদ্ধি
কর্মসূচী সমন্বয়কারী নিয়োগ করবে। এর জন্য বেতন
দেবে ৩২৫০০/- টাকা।
সিনিয়র শাখা ব্যবস্থাপক
(পুরুষ), পদের সংখ্যা:১৫ জন। বেতন:২৬১০৪ টাকা।
সিনিয়র ক্রেডিট অফিসার(পুরুষ/মহিলা), পদের সংখ্যা
: ৫০টি। বেতন ১৬৮১৬ টাকা।
ক্রেডিট অফিসার
(পুরুষ/মহিলা), পদের সংখ্যা ৭০টি। বেতন: ১৫৩৬৪ টাকা।
আবেদনের শেষ তারিখ:
২১/১০/২০১৮ইং।
আবেদন পাঠানোর
ঠিকানা: নির্বাহী পরিচালক, শিশু নিলয় ফাউন্ডেশন,
২২/এ মুজিব সড়ক,যশোর।
বিস্তারিত জানতে
নিচে ক্লিক করুন এবং বিজ্ঞাপনটি দেখুন।

No comments:
Post a Comment