Wednesday, June 11, 2025
ঝিনাইদহে সাপের কামড়ে প্রাণ গেলো কিশোরীর
পরিবারের অজ্ঞতায় সাপের কামড়ে প্রাণ গেলো আরও এক কিশোরীর। বুধবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের পাকা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ওই কিশোরী রাবেয়া খাতুন (১৫) ওই গ্রামের আব্দুল্লাহ হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।
উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে তদন্তের দাবী রাশেদ খানের
এপিএস এত দুর্নীতি করল আর আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি কিছুই জানতেন না? আমি সরকারের কাছে দাবী রাখতে চায় যেমনি ভাবে তদন্ত হচ্ছে এপিএস মোয়াজ্জেমকে নিয়ে ঠিকই একই ভাবে আসিফ মাহমুদের মন্ত্রনালয়ে সবচেয়ে বেশি দুর্নীতি যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাই তার বিরুদ্ধেও তদন্ত হতে হবে।
বুধবার সকালে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ দাবী করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি আরও দাবী করেন, শুধু তিনিই নন। প্রত্যেকটা উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত হতে হবে।
Monday, June 2, 2025
ঝিনাইদহে কোটচাদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর বাজারে বিদ্যুৎস্পৃষ্টে মিনারুল ইসলাম (৩৫) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) সকালে সাফদারপুর বাজারে নিজ ওয়েল্ডিংয়ের দোকানে কাজ করা অবস্থায় তার মৃত্যু হয় । মিনারুল ইসলাম (৩৫) একই উপজেলার লক্ষীকুন্ডু গ্রামের মৃত আক্তার আলীর ছোট ছেলে।
ঝিনাইদহে অনলাইন জুয়া সাইটের বাংলাদেশী এজেন্ট গ্রেফতার
Sunday, June 1, 2025
কালীগঞ্জে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা, দোয়া
ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনেপির সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ।
ঝিনাইদহে কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ।। একজন নিহত, আহত ১০ জন
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই গ্রæপের সংঘর্ষে মহব্বত আলী (৫৫) নামে একজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। নিহত মহব্বত উপজেলার নাকোবাড়িয়া গ্রামের মৃত হাবিবর রহমানের ছেলে।
Tuesday, May 6, 2025
ঝিনাইদহে পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষক নিহত
ঝিনাইদহে বজ্রপাতে মিরাজুল ইসলাম (২৪) ও অলিয়ার রহমান (৫২) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মিরাজুল ধান কেটে মাঠ থেকে বাড়ি ফেরার সময় এবং অলিয়ার মাঠে ধান কাটা অবস্থায় বজ্রপাতের শিকার হন। মাঠে ধান কাটার কাজ করতে গিয়ে বজ্রপাতের শিকার হন তারা।
Friday, May 2, 2025
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে বিশাল চাকরির বিজ্ঞপ্তি
উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’তে
১। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-২৬৫
২। অফিস সহায়ক- ৪৪২
পদের নিয়োগ পরিক্ষা আগামী মে’২০২৫-সে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। সবাই প্রস্তুতি নিন।
Wednesday, April 30, 2025
ঘুমন্ত ছেলেকে বঁটি দিয়ে কুপিয়ে-গলা কেটে হত্যা, থানায় এসে বাবা বললেন, ‘আমাকে গ্রেপ্তার করুন’
ঘুমন্ত ছেলেকে বঁটি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার পর থানায় এসে বাবা বললেন, ‘আমাকে গ্রেপ্তার করুন’। পরে পুলিশ তাকে আটক করে কারাগারে পাঠায়। আজ বুধবার ভোরের দিকে গাজীপুরের শ্রীপুরে এ ঘটনা ঘটে।নিহত তরুণের নাম আনোয়ার হোসেন (২৫)। ছেলেকে হত্যার ঘটনায় আটক হয়েছেন মোহাম্মদ আলী।
এ বিষয়ে মোহাম্মদ আলী বলেন, ‘আমি গরু পালন করি। ১১টা গরু আমার ছেলে আনোয়ার মেরে আহত করেছে। এ ঘটনায় আমি তাকে গালাগাল করি। এতে ক্ষুব্ধ হয়ে ছেলে আমাকেও পেটায়।
Tuesday, April 29, 2025
ঝিনাইদহে ধানের ক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার
ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাড়ামারা গ্রামের মাঠ থেকে মৃত ইদ্রিসের ছেলে মোহাম্মদ আলী (৪৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
Tuesday, April 22, 2025
ভারতের অসহযোগিতায় সাবেক এমপি আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার তদন্ত থমকে আছে
ভারতের অসহযোগিতার কারণে কলকাতায় খুন হওয়া আওয়ামী লীগের সাবেক এমপি আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার তদন্ত থমকে আছে। এমন একটি খবর প্রকাশ করেছে জাতীয় দৈনিক আমার দেশ। জুলাই-আগস্ট বিপ্লবের পর কলকাতার সিআইডি ঢাকার ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। ডিবি পুলিশের পক্ষ থেকে বার বার যোগাযোগ করা হলেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি। মামলার অগ্রগতির বিষয়ে কিছু জানায়নি কলকাতার সিআইডি। অথচ পাচ আগস্টের আগে এ মামলায় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের কারণে ওই খুনের মাস্টার মাইন্ডদের নাম বের হতে শুরু করেছিল। আনার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সেক্রেটারি সাইদুল করিম মিন্টুসহ আরো একাধিক রাঘববোয়ালকে গ্রেপ্তার করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডের আদ্যপান্ত বের হয়ে আসে।
Monday, April 21, 2025
ঝিনাইদহ 4 আসনের সাবেক এমপি আনার হত্যার প্রতিবেদন আবারও পেছাল
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে ভারতের পশ্চিমবঙ্গে হত্যার উদ্দেশ্যে গুম করার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৭ মে ধার্য করেছেন আদালত।
সোমবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে তদন্তকারী কর্মকর্তা এদিন প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ধার্য করেন।
Saturday, February 22, 2025
ঝিনাইদহের শৈলকূপায় ৩ জনকে গুলি করে হত্যা
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় ৩ জনকে গুলি করে হত্যা করেছে দুবৃত্তরা।নিহত তিনজনই চরমপন্থি দলের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে স্থানীয় সুত্রে জানা গেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের রামচন্দ্রপুর শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মাথায় গুলির চিহ্ন রয়েছে।
Thursday, February 13, 2025
ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী গ্রেপ্তার
নাটোরের সিংড়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে গোলাম রাব্বানী (রনি) নামে এক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার হয়েছেন। তিনি সিংড়া পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।
Tuesday, February 11, 2025
হরিণাকুন্ডুতে বিএনপি কর্মীকে কু.পি.য়ে হ.ত্যা
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হাকিমপুর গ্রামে মঙ্গলবার (১১ ফেব্রয়ারি) সকালে বিএনপি সমর্থিত দুটি সামাজিক দলের মধ্যে সংঘর্ষে মোশাররফ হোসেন (৪২) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের আহত হয়েছেন ৭ জন।
Monday, February 10, 2025
ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামী’র সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা
ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (৯ ফেব্রুয়ারি) মাগুরা জেলায় অনুষ্ঠিত নির্বাচন প্রতিনিধি সম্মেলন থেকে আগামী সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
Wednesday, January 22, 2025
কালীগঞ্জে পুকুর খনন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত -৭ বাড়ীঘর, মটরসাইকেল ভাংচুর, লুটপাট
পুকুর খননের অবৈধ টাকার ভাগ বাটোয়ারা নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৭ জন আহতসহ ৫টি বাড়ী, ৩টি মটরসাইকেল ভাংচুর ও লুটপাট করা হয়েছে। আহতদেরকে কালীগঞ্জ ও যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ খবর পেয়ে রাতেই থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে। মঙ্গলবার দিবাগত রাত দেড়’টার দিকে উপজেলার রাখালগাছী ইউনিয়নের চানপুর গ্রামে এ সংর্ঘষের ঘটনা ঘটে।
Sunday, January 19, 2025
ঝিনাইদহের ৩০ হাজার জেলে পরিবার কর্ম হারিয়ে পথে বসেছে : বাঁওড়ের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ
জেলেদের ভাষায় জলমহাল নীতিমালা লঙ্ঘন করে ঝিনাইদহে বাঁওড় ইজারা দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন মৎসজীবীরা। ইজারা বাতিল ও প্রকৃত জেলেদের মাঝে বাঁওড় ফিরিয়ে দেয়ার দাবিতে রোববার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের অফিস চত্বরে এই মানববন্ধন কর্মসুচি পালন করেন তারা। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বাওড় মৎস্যজীবী আন্দোলন বাংলাদেশের আহবায়ক নির্মল হালদার , সদস্য সচিব সুজন বিপ্লব, নিত্য হালদার, সাজ্জাদ হোসেন, আবু তোয়াব অপু ও তোফাজ্জেল লস্কার। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাসুদেব বিশ্বাস। প্রতিবাদ সমাবেশ শেষে মৎসজীবীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
Friday, January 17, 2025
বয়স শত বছর পার হলেও বিরতি নেই কাজে
হুমায়ুন কবির, কালীগঞ্জ,ঝিনাইদহ : শত বছর পার হয়েছে বয়স । এমন বয়সে নাতি নাতিদের সাথে দুষ্টামিতে মেতে থাকার কথা। সময় কাটানোর কথা গ্রামে বয়স্কদের সাথে গল্প গুজব করে। কিন্তু তিনি তা না করে জীবনের শেষ বয়সে এসেও করে যাচ্ছেন কাজ। এমনই এক শতবর্ষ পার করা কাজ পাগল ব্যক্তির দেখা মিলবে ঝিনাদের কালীগঞ্জ উপজেলার শিবনগরে অবস্থিত সহকারি কমিশনার (ভূমি) এর কার্যালয়ের সামনে অবস্থিত কাজী কম্পিউটার এন্ড ফটোকপির দোকানে। দোকানটিতে সাদা পাঞ্জাবি, পাজামা ও টুপি পরা একজন বয়স্ক ব্যক্তি মাথা নুয়ে টেবিলে থাকা ভূমি সংক্রান্ত কাগজপত্র পৃষ্ঠা ওলট-পালট করে পড়ে বুঝে সাদা কাগজে আবেদন লিখছেন স্বহস্তে। কাজ পাগল বৃদ্ধ এই ব্যক্তিটি হলেন উপজেলার আলাইপুর গ্রামের বিশ্বাস পাড়ার আজিবর রহমান বিশ্বাসের ছেলে শামসুল রহমান বিশ্বাস।





.jpg)



.jpg)









